কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কে কে-র মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতমহল। ইতিমধ্যেই তাঁর মৃত্যুকে ঘিরে উঠে আসছে অনেক প্রশ্ন। সমস্ত বিষয় খতিয়ে দেখছে কলকাতা পুলিস। অনুষ্ঠানের পর গতকাল সাড়ে ৮টায় গ্র্যান্ড হোটেলে নিয়ে আসা হয়।হোটেলের ৪২৮ নম্বর রুমে ছিলেন তিনি। হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিস।ফরেনসিক টিমের ৮ সদস্যের প্রতিনিধিদল নমুনা সংগ্রহ করছেন গ্র্যান্ড হোটেলের। পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
ওবেরয় গ্র্যান্ড হোটেলের গতকাল যিনি শিফট ম্যানেজার ছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন লালবাজারের শীর্ষ কর্তারা। গতকাল অনুষ্ঠান শেষে ঠিক কখন তিনি ফিরেছিলেন? কে কে গ্র্যান্ড হোটেলে এসেছিলেন, তাঁর সঙ্গে কে কে ছিলেন? পরে কেউ দেখা করতে এসেছিলেন কি না? হোটেলে কি খাবার খেয়েছিলেন? এই সব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘটনার তদন্তে নিউ মার্কেট থানার পুলিস।ইতিমধ্যেই সঙ্গীতশিল্পীর আকস্মিক মৃত্যুতে নিউ মার্কেট থানায় মামলা রুজু করা হয়েছে। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিস।
সূত্রের খবর, গতকাল নজরুল মঞ্চে অন্তত চার গুণ লোক হয়েছিল। গেট ক্র্যাশ করেছে। এসি কাজ করেনি। এক সময় কেকে নিজেই আলো বন্ধ করে দিতে বলে। এই সব লাইভ প্রোগ্রামে প্রচুর এনার্জি লাগে। এই সব পরিস্থিতি থেকেই কোনও গন্ডগোল হয়েছে কি না সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের। কলকাতার এসএসকেএম হাসপাতালে আজ তাঁর পোস্টমর্টেম হবে। তাঁর দেহ পৌঁছে গিয়েছে সেখানে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পরিষ্কার হবে সবটা।
আরও পড়ুন Singer K K Death Live: এসএসকেএম হাসপাতালে সঙ্গীতশিল্পী কে কে-এর মরদেহ, শুরু ময়নাতদন্ত