সামনের বর্ষার আগেই জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন বেহালাবাসী। বেহালার বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজ চালাচ্ছে কেইআইপি এবং এডিবি। এক বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানালেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: বৃষ্টি ভেজা ‘সেক্সি’ উষ্ণতা
এদিকে কাজের দীর্ঘসূত্রতা নিয়ে ইতোমধ্যে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও তাতে আমল দিতে রাজি নন ফিরহাদ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেহালার প্রত্যন্ত অঞ্চলগুলিতে জল নিষ্কাশনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়িত করতে হয়তো কিছুটা সময় লাগছে। তবে কাজ শেষ হলে বহু মানুষ উপকৃত হবেন। বেহালার কয়েকটি ওয়ার্ড বাদ দিয়ে বাকি এলাকার কাজ এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে।’
আরও পড়ুন: কৈলাস বিজয়বর্গীয় নামে গো ব্যাক পোস্টার কলকাতায়
ফিরহাদ আরও বলেন, ‘পোর্ট ক্যানেল থেকে শুরু করে শহর কলকাতার মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্যানেলগুলি রয়েছে, সেগুলির দ্রুত সংস্কার ও ড্রেজিংয়ের কাজ শুরু করার লক্ষ্যে রাজ্যের সেচ দফতরের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছে। যাদবপুর এলাকার ক্যানেলের ওপর মেট্রো রেলের কাজ চলছে। ক্যানেলের মধ্যবর্তী স্থানে মেট্রোর পিলার তৈরির কাজ চলায় জল দ্রুত বের হওয়ার পথে বাধার সৃষ্টি হচ্ছে। এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করা হয়েছে।’
আরও পড়ুন: বিজ্ঞাপনে মুখ ঢাকছে সিগন্যাল
পুরসভা সূত্রে খবর, মেটিয়াবুরুজ ও খিদিরপুর অঞ্চলের ড্রেনগুলিতে বর্জ্যের পরিমাণ বেড়ে যাওয়ায় নাব্যতা কমে গিয়েছে। সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন হবে। সেক্ষেত্রে মেটিয়াবুরুজ সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের জল জমার সমস্যা চলে যাবে বলেও আশাপ্রকাশ করেন ফিরহাদ। এদিকে পোর্ট ক্যানেল ও আদি গঙ্গার সংস্কারের ক্ষেত্রে কেন্দ্রের নমামি গঙ্গে প্রজেক্ট-এর সঙ্গে যুক্ত করার বিষয়টি ঝুলে থাকার কারণে সংস্কারের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে অভিযোগ করেন ফিরহাদ।