কলকাতা : দাম কমার কোনো লক্ষণই নেই। বরং ক্রমেই বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। তার বিরুদ্ধে প্রতিবাদে নামলেন কংগ্রেসের কর্মীরা। একদিকে রান্নার গ্যাস, তার সঙ্গে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি। ফলে সোমবার বাইক, গ্যাস সিলিন্ডার এবং সব শেষে কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানালেন তাঁরা।
আরও পড়ুন : গেট রেডি, সামনেই সেঞ্চুরি
সোমবার এয়ারপোর্টের ১ নম্বর গেটের কাছে রাস্তা অবরোধ করে বাইক উল্টো করে রেখে তার ওপর সিলিন্ডার বসিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মীরা। এর সঙ্গে এদিন রাস্তা অবরোধ করে কুশপুতুল পোড়ানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করা হয় রাস্তার ওপর। প্রতিনিয়ত রান্নার গ্যাসের দাম বাড়ছে। পেট্রোলও ছুঁয়ে ফেলেছে ১০০’র গণ্ডি। ডিজেলের মূল্যও ৯০-এর ওপরে। কিন্তু কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ ক্রমাগত মূল্যয়বৃদ্ধির জেরে নাজেহাল দেশবাসী। তাই কেন্দ্রের বিরুদ্ধে সোমবার প্রতিবাদে নামেন কংগ্রেসের কর্মীরা।