কলকাতা: হাইকোর্টের (High Court) রায়ে স্বস্তিতে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । EZCC বিতর্কিত মন্তব্য মামলায় স্বস্তি মহাগুরু’র। মিঠুনের বিরুদ্ধে FIR ওপর স্থগিতাদেশ বিচারপতি শুভ্রা ঘোষের (Justice Shubhra Ghosh) । বিধাননগর সাউথ থানার (Bidhannagar South Police Station) FIR ওপর স্থগিতাদেশ। এফআইআরের হিসেবে আট ধারায় অভিযুক্ত মহাগুরু। সল্টলেক (Saltlake) বাসিন্দা কৌশিক সাহা এই এফআইআর (FIR) করেছিলেন।
উল্লেখ্য, নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী উপস্থিতিতে EZCc তে কিছু বিতর্কিত মন্তব্য করেন মিঠুন। সেই মন্তব্য ঘিরে BNS ৮ ধারায় অভিযুক্ত হন মিঠুন। মে মাসে ফের মামলার পরবর্তী শুনানি। আপাতত মিঠুনের বিরুদ্ধে বিধাননগর পুলিশের কোনও তদন্ত নয়।
আরও পড়ুন: গ্রাম উন্নয়নের জন্য ফের কেন্দ্রীয় বরাদ্দ রাজ্যকে, দেওয়া হল ৬৯৯ কোটি টাকা
প্রসঙ্গত, নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী উপস্থিতিতে EZCC তে কিছু বিতর্কিত মন্তব্য করে বসেন মিঠুন চক্রবর্তী। সেই মন্তব্য ঘিরে BNS ৮ ধারায় অভিযুক্ত হন মহাগুরু। নির্দেশ অনুযায়ী আদালত স্পষ্ট জানিয়েছে, আপাতত মিঠুনের বিরুদ্ধে বিধাননগর পুলিশের কোনও তদন্ত নয়।
মিঠুন চক্রবর্তী আইনজীবী বিকাশ সিং জানিয়েছেন, হাইকোর্টে এই মামলাটি ফের শুনানির দিন ধার্য হয়েছে মে মাসে। মিঠুন চক্রবর্তীকে নিয়ে বারবার মিথ্যে মামলা করে তাঁকে হেনস্তা করা হয়েছে। আমাদের আইনের উপর আস্থা আছে। আমরা হাইকোর্টের উপর আশাবাদী।
দেখুন অন্য খবর: