কলকাতা: প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মুনমুন সেনের বাড়িতে হামলা। অভিযোগ, শনিবার রাতে কয়েকজন যুবক আচমকাই হামলা করে অভিনেত্রীর বাড়িতে।
শনিবার রাতে ফিরছিলেন মুনমুন সেন। রাস্তায় তার গাড়িকে ধাওয়া করে একটি ফুড ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়। ধাওয়া করে ওই যুবক পৌঁছয় সার্কুলার রোডের বেদান্ত অ্যাপার্টমেন্টে। এর পর বাড়ির ভেতরে ঢুকে পরে বেশ কিছু যুবক। শুরু হয় বচসা।
আরও পড়ুন- আরও ৫০ বছর মুখ্যমন্ত্রী থাকুন মমতা, প্রার্থনা মুনসুরার
বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে বচসা। এরপর অভিনেত্রী মুনমুন সেন বালিগঞ্জ থানায় ফোন করেন। দায়ের হয় অভিযোগ। তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন- ভবানীপুর উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়
অভিযুক্তদের নাম বান্টি নস্কর, বিশাল নস্কর, রোহিত রাম, রোহান রাম। রবিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে আদালত তাদের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
এই গোটা ঘটনার বিষয়ে মুনমুন সেন কিনবা পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।