কলকাতা: SIR (Special Intensive Revision) প্রক্রিয়ার শুনানি পর্বে ডাক পেয়ে শনিবার কসবার (Kasba) চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে হাজির হলেন প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সকালেই নির্দিষ্ট সময় অনুযায়ী তিনি হিয়ারিং সেন্টারে পৌঁছন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে শুনানিতে অংশ নেন।
নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের অংশ হিসেবেই এই SIR প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার আওতায় যাঁদের নাম, ঠিকানা বা ভোটার সংক্রান্ত তথ্য নিয়ে যাচাই প্রয়োজন, তাঁদের শুনানির জন্য ডাকা হচ্ছে। মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও সেই নিয়ম মেনেই শুনানিতে হাজিরা দিতে হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আনন্দপুর দুর্ঘটনায় ‘দুর্নীতি তত্ত্ব’ দিলেন শাহ
উল্লেখ্য, এর আগেও একই শুনানি পর্বে ডাক পেয়েছিলেন তৃণমূলের আর এক সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী, ওরফে দেব। তাঁর উপস্থিতির পর রাজনৈতিক মহলে আলোচনার ঝড় ওঠে। এবার মিমির হাজিরা সেই আলোচনাকে আরও উসকে দিল।
যদিও শুনানি শেষে মিমি চক্রবর্তীর তরফে কোনও রাজনৈতিক মন্তব্য করা হয়নি। তিনি জানান, এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া, সেই কারণেই নির্দিষ্ট নির্দেশ মেনে হাজিরা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই শুনানি সম্পূর্ণ নিয়ম মাফিক এবং এতে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে SIR প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রিয় মুখদের হাজিরা স্বাভাবিকভাবেই নজর কাড়ছে। আগামী দিনে আরও পরিচিত মুখকে এই শুনানি কেন্দ্রে দেখা যাবে কি না, সেদিকেই এখন নজর।