কলকাতা: নোয়াপাড়া থেকে দমদমের মাঝে যান্ত্রিক ত্রুটির জেরে বেশ কিছুক্ষণ ব্যহত মেট্রো (Metro Services Disrupted) চলাচল। সপ্তাহের কাজের দিনে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) বড়সড় বিভ্রাট। অফিসের ব্যস্ত সময়ে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। বেশ কিছপক্ষণ বন্ধ থাকার পর মেট্রোর ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি সমস্যা মিটিয়ে আবারও পরিষেবা স্বাভাবিক করেছেন। নোয়াপাড়ায় পাওয়ার পয়েন্টে গন্ডগোল থাকার কারণে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো রেল চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।
কলকাতার লাইফ লাইন মেট্রো। শহরের একপ্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে জোড়ে এই মেট্রো। যানজট এড়িয়ে তাড়াতাড়ি ও সহজে গন্তব্যে পৌছাতে ভরসা মেট্রো। কর্মব্যস্ত দিনে মঙ্গলবার সকালে বেশ কিছুক্ষণ বন্ধ রইল দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল। যদিও দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলেছে। তবে কবি সুভাষ মেট্রো স্টেশনগুলিতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। গীতাঞ্জলি, মহানায়ক উত্তম কুমার, কবি সুভাষের মতো বিভিন্ন স্টেশনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদে এমন কি রবীন্দ্র সদন, ময়দানের মতো স্টেশনে মেট্রোর দরজা খুলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। যান্ত্রিক সমস্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান। দ্রুততার সঙ্গে সমস্যা মেটানোরও চেষ্টা করেন। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে।
আরও পড়ুন:আমফানের স্মৃতি উসকে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কতটা ভয়ঙ্কর হতে পারে? নজরদারিতে আবহবিদেরা
দেখুন ভিডিও