কলকাতা: যাত্রীদের জন্য সুখবর। কবে বিমানবন্দর এলাকা দিয়ে মেট্রো (Metro) চলাচল শুরু হবে, তার সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানান, ২০২৪ সালের ডিসেম্বরে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল।
তিনি জানান, “চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত করা সম্ভব হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে সেক্টর ফাইভের আইটি পার্ক পর্যন্ত করতে পারবো। সেখানেই ইস্ট-ওয়েস্ট ও এলয়ারপোর্ট লাইন মিলিত হচ্ছে। তারপর ডিসেম্বরের মধ্যে আমরা সিটি সেন্টার টু পর্যন্ত এগিয়ে যাব। আর ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে আমার এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে যাব।” তিনি আরও বলেন, ‘আমরা ২০২৬ সালের জুনের মধ্যে করার পরিকল্পনা করেছি। তবে যদি আগেই সম্পন্ন করা যায়, তার চেষ্টা হচ্ছে।’
মেট্রো রেলের জিএম আরও জানান, ২০২৫ সালের ডিসেম্বর মাসে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে সেটা সম্ভব না হলে ২০২৬ এর জুন মাসে শুরু হবে এই পরিষেবা। তবে কবি সুভাষ থেকে নোয়াপাড়া হয়ে কলকাতা বিমানবন্দরে মেট্রো রেল পৌঁছবে ২০২৪ সালের ডিসেম্বরে। জি এম জানান, কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রুটের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অন্যদিকে কবি সুভাষ থেকে দমদম হয়ে বিমানবন্দর পর্যন্ত লাইনটি আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে বলেও আশাপ্রকাশ করা হয়েছে মেট্রোর তরফে।