কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ কীভাবে মোকাবিলা করা যায়? রোড ম্যাপ তৈরি করতে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সন্ধে ৭টায় নবান্নে ওই বৈঠক ডাকা হয়েছে। বিভিন্ন জেলাশাসকেরাও আলোচনায় হাজির থাকবেন।
অক্টোবরেই তৃতীয় ঢেউ সংক্রমণের আশঙ্কা রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের এই রিপোর্ট প্রধানমন্ত্রীর দফতরে জমা পড়েছে। আর তৃতীয় ঢেউ এলে তা শিশু বা কমবয়সীদের উপর প্রভাব ফেলবে বলেই মনে করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞেরা। ইতোমধ্যেই মহারাষ্ট্র এবং কেরলে সংক্রমণের গ্রাফ চিন্তায় রেখেছে কেন্দ্রকে। এ রাজ্যে যদিও প্রতিদিনের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রিত। কিন্তু টিকাকরণের কাজ চলছে অনেকটাই শ্লথ গতিতে। এ জন্য কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল তুলেছে রাজ্য। মুখ্য়মন্ত্রীর বক্তব্য, প্রয়োজনের তুলনায় টিকার জোগান অত্যন্ত কম। রাজ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র ১ কোটি মানুষ।
আরও পড়ুন- তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে পুজোর পর স্কুল খুলবে : মুখ্যমন্ত্রী
এ রকম পরিস্থিতিতে তৃতীয় ঢেউ এলে কীভাবে তার মোকাবিলা? কেননা সামনেই উৎসবের মরশুম। এরই মধ্যে ১৬ অগস্ট থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্প। ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’, ‘বৃদ্ধা ভাতা’ এ রকম একাধিক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ‘দুয়ারে সরকার’ কর্মসূচি থেকে পাওয়া যাচ্ছে। প্রথম দিন থেকেই এ নিয়ে জেলায় জেলায় ব্যাপক উৎসাহ দেখতে পাওয়া গিয়েছে। কোথাও কোথাও বিশৃঙ্খল পরিস্থিতিও এড়ানো যায়নি। ভিড় থেকে তাই নতুন করে সংক্রমণের আশংকাও করছেন কেউ কেউ। এই পরিস্থিতিতেই জেলাশাসকদের সঙ্গে আলোচনা সেরে নিতে চাইছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ভার্চুয়াল প্রশিক্ষণ কেএমসির
কিছু দিন আগেই রাজ্যের গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিল নবান্ন। ওই বৈঠকে তৃতীয় ঢেউ কী ভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের স্কুল কলেজ খোলার বিষয়টি নিয়েও বিশেষজ্ঞদের মত নেন মুখ্যমন্ত্রী। তখনই পুজোর পরে স্কুল খোলার বিষয়টি চিন্তা ভাবনা করে দেখবে বলে জানায় রাজ্য সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় চলতি শিক্ষা বর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিক করে দেয় সরকার। পুজোর পর স্কুল ও কলেজ গুলিকে স্যানিটাইজ করা হবে। পরিস্থিতি কেমন থাকে, তা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। সরকার চায়, স্কুল ও কলেজে ক্লাস শুরু হোক দ্রুত। ছাত্রছাত্রীরাও নিরাপদে স্কুলে আসুক। কিন্তু তৃতীয় ঢেউ যদি ফের ভয়াবহ আকার ধারণ করে, তাহলে স্কুল খুলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।