কলকাতা: উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হওয়ার পর থেকেই অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের কথা মাথায় সংসদের কেন্দ্রীয় কার্যালয় বিদ্যাসাগর ভবনে রবিবার দুপুরে জরুরি ভিত্তিতে বৈঠকে বসলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস ও শিক্ষক-শিক্ষিকারা।
মাধ্যমিকে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করলেও উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯। পরীক্ষা না হওয়া সত্ত্বেও প্রায় আড়াই শতাংশ পড়ুয়া ফেল করায় রেজাল্ট বেরোনোর পর থেকেই অশান্তি ছড়িয়েছে রাজ্যের নানা প্রান্তে। কোথাও পথ অবরোধ, স্কুল ঘেরাও, আবার কোথাও স্কুলে নির্বিচারে ভাঙা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওপর ক্ষোভ উগড়ে দেন পড়ুয়ারা।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করে সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে শনিবার জানানো হয়, ফলাফল সংক্রান্ত আবেদন ও অভিযোগ আগামী ৭ দিনের মধ্যে সংসদের অফিসে আবেদন জানাতে হবে। প্রয়োজনীয় নথিসহ বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে সংসদ।
সংসদ ওই বিজ্ঞপ্তিতে জানায়, উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত যদি কোনও অভিযোগ থাকে তবে প্রধান শিক্ষকদের আগামী ৭ দিনের মধ্যে সংসদে সেই নথি নিয়ে যোগাযোগ করতে হবে। সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা হবে। রবিবার বা ছুটির দিনেও অভিযোগ জানানোর সুযোগ থাকছে।