কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড় ধাক্কা খেলেন ভারতীয় দলের (Team India) পেস বোলার মহম্মদ শামি (Mohammad Shami)। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে (Hasin Jahan) মাসে চার লক্ষ টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অজয় মুখোপাধ্যায় নির্দেশ, শামি তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মাসিক দেড় লক্ষ টাকা এবং নাবালিকা মেয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা করে দেবেন। সব মিলিয়ে মাসে চার লক্ষ টাকা করে দিতে হবে তাঁকে।
প্রসঙ্গত, ২০১৮ সালে স্বামীর কাছ থেকে খোরপোশ বাবদ প্রতি মাসে মোট ১০ লক্ষ টাকা করে দাবি করেছিলেন হাসিন জাহান। যার মধ্যে ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন নিজের জন্য আর তিন লক্ষ টাকা মেয়ের পড়াশোনার খরচ বাবদ। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আলিপুর নিম্ন আদালত (Alipore Lower Court)।
আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, দেশে নতুন ক্রীড়া নীতি!
২০১৮ সালের ১৬ অগাস্ট নিম্ন আদালত এক নির্দেশে জানায় শামি তাঁর স্ত্রীকে মাসিক ৫০ হাজার টাকা ও সন্তানের খরচ বাবদ মাসিক ৮০ হাজার টাকা দেবেন। এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন হাসিন জাহান যেখানে তিনি জানান, ভারতীয় দলের এই ক্রিকেটার ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয়কর রিটার্নের যে তথ্য দিয়েছেন সেই অনুয়ায়ী বছরে প্রায় ৭ কোটি ১৯ লক্ষ ৫৪ হাজার ১০ টাকা তাঁর রোজগার।
অন্যদিকে হাসিন জানান, তাঁর সন্তানের ভরণ পোষণ এবং নিজের সন্তানের খরচের জন্য মাসে ৬ লক্ষ টাকার বেশি খরচ হয়। হিসেব করলে দেখা যায় মহম্মদ শামির মাসিক আয় প্রায় ৬০ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে হাসিন জাহানের আইনজীবী দাবি করেছিলেন খোরপোশের অর্থ বাড়ানোর। কলকাতা হাইকোর্ট সেই পরিপ্রেক্ষিতে মাসিক ৪ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে।
দেখুন অন্য খবর: