কলকাতা: পেঁয়াজের দাম একশো ছুঁইছুঁই। অস্বাভাবিক বাজার দরে লাগাম টানতে এবার পথে নামল টাস্কফোর্স। কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজারে হানা দিয়েছে টাস্কফোর্স।
পেঁয়াজের ঝাঁজের বদলে বৃদ্ধি পাচ্ছে দামের। আর তার জেরেই মধ্যবিত্তের চোখ জল দেখা দিচ্ছে। এই অবস্থায় পথে নামল পশ্চিমবঙ্গ টাস্কফোর্স। স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে বাজারে বাজারে অভিযান চালাল রাজ্যের টাস্কফোর্স। টাস্কফোর্সের তরফে বৃহস্পতিবার সকালে উত্তর কলকাতার বিভিন্ন বাজারে হানা দেওয়া হয়। সেখানে হানা দিয়ে দোকানে দোকানে ঘুরে পেঁয়াজ সহ আলু, আদা, রসুন দোকানদাররা কত দাম কিনছে ও কত দামে বিক্রি করছে তার খোঁজ নেন। পাশাপাশি সবজি কত বিক্রি হচ্ছে তাও জানতে চান তাঁরা।
এদিন সকালেই টাস্কফোর্সের সদস্যরা পৌঁছে যান দমদম নাগেরবাজারে। সেখানকার বাজারে হানা দিয়ে মূলত পেঁয়াজের দাম জানার চেষ্টা করেন। তার সঙ্গেই আলু, আদা, রসুন ও বাকি সবজির দামের খোঁজ নেন তাঁরা। এরপরেই তারা হানা দেন বাগুইআটি বাজারে। সেখানেও পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত সবজির দামের খোঁজ নেন টাস্কফোর্সের আধিকারিকরা। এদিন টাস্কফোর্সের সদস্যরা জানান, মহারাষ্ট্র, রাজস্থানের পেঁয়াজের উপরে ভরসা করতে হয়। সেই পেঁয়াজের উপর কেন্দ্রীয় সরকার অতিরিক্ত রফতানি কর বসানোর কারণে ব্যবসায়ীরা ধর্মঘট করছে। এ কারণে একটা সঙ্কট তৈরি হয়েছে। যা আগামী ১০-১৫ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের যে কো-অপারেটিভ সংস্থা ও আরও একটি সংস্থা রিটেলে বিক্রি করছে ৩০ টাকায় কিন্তু এখানে বিক্রি করছে ৫০ টাকায়, এটা হওয়া উচিত না। আমরা বিষয়টি মুখ্য সচিব ও সরকারের অন্যান্য আমলাদের জানাবো। তাঁরা যেন কেন্দ্রীয় সরকারের খাদ্য দফতরের সঙ্গে কথা বলেন।
তাঁরা আরও বলেন, প্রাইভেট পেঁয়াজ নেই, সবই সরকারি পেঁয়াজ। সেই পেঁয়াজ ৫০টাকায় কিনে রিটেল মার্কেটে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় পেঁয়াজ ১০০ টাকাতে বিক্রি হচ্ছে। এটা হওয়া উচিৎ না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শহরের পাশাপাশি জেলাতেও অভিযান চলবে।