ওয়েব ডেস্ক: দশমী পেরিয়ে গেলেও শেষ হয়নি দুর্গাপুজো (Durga Puja)। কারণ, আজ শহর কলকাতার বর্ণাঢ্য কার্নিভালেও (Kolkata Puja Carnival) রয়েছে দেবী দর্শনের সুযোগ। রাজ্য সরকারের আয়োজনে এই উৎসবে অংশ নেবে মোট ১০৬টি পুজো কমিটির প্রতিমা। রেড রোডজুড়ে রঙ, আলো আর সুরের মেলায় মাতবে গোটা শহর। তবে এই বিপুল আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ।
রবিবার সকাল থেকেই সমগ্র রেড রোডকে চূড়ান্ত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। এদিন সকাল থেকেই সেখানে উপস্থিত হয়েছেন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি প্রতিমার সঙ্গে কর্তব্যরত থাকবেন একজন করে পুলিশকর্মী। পাশাপাশি, ভিড় নিয়ন্ত্রণে প্রতিটি প্রতিমার মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন: পুজো ফুরোতেই নিম্নচাপের এন্ট্রি! বৃষ্টিতে ভাসবে পুজো কার্নিভাল?
দেখুন আরও খবর: