কলকাতা: ডিসেম্বর মাসে প্রকাশ্যে আসে ৪ টি সিনেমা। দেবের খাদান,পাশাপাশি সন্তান, চালচিত্র এবং মানসী সিনহার পরিচালিত ‘ ৫ নম্বর স্বপ্নময় লেন ‘। কিন্তু খাদান ঝড়ের কাছে প্রত্যেকেই প্রায় ফিকে। বক্স অফিসে খাদান ছাড়া কোন সিনেমাই খুব একটা জায়গা করে উঠতে পারেনি। আর তার জন্যই এবার অভিনব প্রচারে নামলেন ‘ ৫ নম্বর স্বপ্নময় লেন ‘ এর পরিচালক মানসী। কীরকমভাবে করলেন সেই প্রচার! দেখে নিন সেই ঝলক….
https://www.facebook.com/reel/589860417134227
আরও পড়ুন: যীশু-নীলাঞ্জনা কন্যা সারা এবার বলিউড সুপারস্টারের সঙ্গে
টাইম ট্রাভেল করে অনেকটা পিছনে গিয়ে সেই নিয়ম মেনেই এবার প্রচারে নামলেন অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা। ছোটবেলায় যেমন আমরা দেখতাম রিকশায় বসে মাইকে করে যাত্রা বা নাটকের প্রচার হত, ঠিক সেই পন্থাকেই ব্যবহার করে আধুনিক সময়ের কথা মাথায় রেখে রিক্সায় নয় টোটোয় চেপে সিনেমার প্রচারে নামলেন অভিনেত্রী তথা ‘ ৫ নম্বর স্বপ্নময় লেন ‘ এর পরিচালক মানসী সিনহা। বক্স অফিসে হিট দেবের ‘ খাদন ‘। সেই প্রেক্ষিতে ‘ ৫ নম্বর স্বপ্নময় লেন ‘ ও খুব যে পিছিয়ে আছে তা নয়, কিন্তু এখনও পর্যন্ত মানসী প্রচার থামাননি। মানুষের কাছে যাতে এই সিনেমা আরও তাড়াতাড়ি পৌঁছে যায় সেই কথাকে মাথায় রেখেই তাঁর পক্ষ থেকে এই অভিনব প্রচারের উদ্যোগ নেওয়া হল।
দেখুন অন্য খবর