কলকাতা : নাইট ক্লাবে নাচের সুযোগ করে দেওয়ার নাম করে গ্রাম থেকে এক তরুণীকে শহরে নিয়ে এসে টানা দু’মাস ধরে ধর্ষণ করল নিউমার্কেটের এক যুবক। তরুণীর অভিযোগ পেয়ে শনিবার দক্ষিণ ২৪ পরগনার এক গ্রাম থেকে আসিফ খান নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আসিফ খানের দেশের বাড়ি হল দক্ষিণ ২৪ পরগনার ঢোল হাট গ্রামে। সে নিউমার্কেটের একটি মাংসের দোকানে কাজ করে। মাস দুয়েক আগে গ্রামের বাড়িতে গিয়েছিল সে। সেখানকার একটি জলসায় নাচের অনুষ্ঠান করেছিল ওই তরুণী। তাঁকে দেখে পছন্দ হয়ে যায় আসিফের। অনুষ্ঠান শেষে তাঁর সঙ্গে আলাপ করে আসিফ তাঁকে জানায়, “কলকাতার বড় বড় নাইট ক্লাবের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তুমি আমার সঙ্গে কলকাতায় চলো। সেখানে গিয়ে যেকোনো একটি নাইট ক্লাবে তোমার নাচের ব্যবস্থা করে দেব।” সেই সঙ্গে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে নাচের সুযোগ করিয়ে দেবে বলে তরুণীকে প্রলোভন দেখায় আসিফ। সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে আসিফের সঙ্গে কলকাতায় চলে আসে ওই তরুণী। তার কাছে নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়েছিল আসিফ।
কলকাতায় এসে আসিফ তালতলা এলাকায় একটি ঘর ভাড়া নেয়। সেখানে ওই তরুণীর সঙ্গে থাকতে শুরু করে সে। তরুণীকে বিয়ের প্রতিশ্রুতিও দেয় আসিফ খান। এরপর টানা দু’মাস ধরে ওই তরুণীকে ধর্ষণ করতে থাকে আসিফ। পরে যখন তরুণী দেখেন কোনও নাইট ক্লাবে তার কোনও সুযোগ হচ্ছে না, তখন তিনি আসিফের কাছে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। উল্টে আসিফ তরুণীকে হুমকি দেয়। এরপর তরুণী জানতে পারেন, আসিফের স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার রয়েছে। তখনই তিনি তালতলা থানায় আসিফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নামতেই পালিয়ে যায় আসিফ। এদিন সে তার গ্রামের বাড়িতে গিয়েছিল। গোপনসূত্রে সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন : দিল্লির দলিত শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় ৩০ দিনের মধ্যে চার্জশিট জমা দিল পুলিশ