কলকাতা: বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাষণের সময় উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। তৃণমূল-বিজেপি (স্লোগান যুদ্ধের মাঝে ওয়েলে নেমে আসেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এরা বাংলা বিরোধী। বাংলা ভাষার অপমান করেছে, সেই নিয়ে বিধানসভায় কথা বললে এঁরা কথা বলতে দিচ্ছে না। এঁরা চায় না, মানুষ এগুলো জানুক।”
আরও পড়ুন: বিজেপি দফতরে শমীকের দরবার, ভিড় জমালেন কর্মীরা
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
দেখুন আরও খবর:
The post বিধানসভায় কথা বললে এঁরা কথা বলতে দিচ্ছে না, বিস্ফোরক মমতা appeared first on KolkataTV.