কলকাতা: তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই প্রসাশনের খুঁটিনাটি বিষয়ে নজরদারির কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, এই সরকার গত দিনের ভুল শুধরে আরও দৃঢ় ভাবে মানুষের পাশে থাকবে। সেই কথাই রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের প্রতিটি দফতর গত চার মাসে কি কাজ করেছে। আগামি দিনেও কি কাজ করবে তা নিয়ে বুধবার পর্যালোচনা বৈঠক ডেকেছেন তিনি।
আরও পড়ুন- শিল্পায়নে গতি বাড়াতে একাধিক মন্ত্রীদের নিয়ে পর্ষদ গঠন, নেতৃত্বে মমতা
নবান্নে হবে এই বৈঠক। উপস্থিত থাকবেন বিভিন্ন দফতরের শীর্ষ মন্ত্রীরা। থাকবেন সব দফতরে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও। গত মে-জুন এবং জুলাই মাসের কাজের মূল্যায়ন করা হবে। কোন দফতর কী কী কাজ করেছে এবং আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রতিটি দফতরকে কাজের বিস্তারিত রিপোর্ট নিয়ে আসতেও বলা হয়েছে এই বৈঠকে।
আরও পড়ুন- সোনিয়ার ডাকা বৈঠকে থাকবেন মমতা, জানালেন ডেরেক
গত কয়েকমাস বিধানসভা নির্বাচনের কারণে বন্ধ ছিল সরকারি কাজ। কারণ আট দফায় নির্বাচন হওয়ার কারণে অনেক বেশি দিন বন্ধ ছিল সরকারি কাজ। ফলে, সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। যা নিয়ে বেশ কয়েকবার ক্ষোভও প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই তৃতীয়বার ক্ষমতায় আসতেই আগামী দিনে প্রতিটি দফতরের কাজের রূপরেখা নির্ধারণ করতে পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।