কলকাতা: পহেলগাম হামলার (Pahalgam Attack) পর কী ভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুর চালানো হয়েছে? গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে সেই সব তথ্য। বিভিন্ন দেশে যাবে ভারতের প্রতিনিধি দল। গড়া হয়েছে বিশেষ টিম। কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের ইউসুফ পাঠানের না থাকা বিতর্কের সৃষ্টি হয়েছে। এওই প্রসঙ্গে ‘অযথা’ বিতর্ক বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। সোমবার উত্তরবঙ্গ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন, দলের প্রতিনিধি না পাঠানো মানে কেন্দ্রের সিদ্ধান্ত বয়কট করা নয়।
অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে কেন্দ্রের সর্বদল প্রতিনিধি দলে তৃণমূলের নাম প্রত্যাহার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। সোমবার উত্তরবঙ্গে যাওয়ার আগে মমতার সাফ বক্তব্য,জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ে কেন্দ্রের পাশেই রয়েছে তৃণমূল। আমার প্রতিনিধি পাঠাতে চাইছি না বা আপনারা যদি মনে করেন আমরা যে প্রতিনিধি পাঠাতে চাইছি না, তেমনটা নয়। এখন সিস্টেম হয়ে গিয়েছে কেন্দ্র দলকে কিছু জানায়নি। সংসদীয় দল শুধুমাত্র সংসদ অধিবেশনের সিদ্ধান্ত নিতে পারে, নীতি নির্ধারণ করতে পারে না। তাদের কি উচিত ছিল না দলকে জানানো? আমাদের কাছে চাইলে আমরাই প্রতিনিধির নাম পাঠাতাম। কিন্তু তা করেনি। আর আমাদের দল থেকে কে প্রতিনিধিত্ব করবে, সেটা তো আমরাই ঠিক করব। এছাড়া আমি লোকসভা, রাজ্যসভায় দলের চেয়ারপার্সন। আমাকেও তো কিছু জানানো হয়নি।”
আরও পড়ুন: চাকরিহারাদের বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর, কী জানালেন?
অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে কেন্দ্রের সর্বদল প্রতিনিধি দলে তৃণমূলের ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। রটেছে যে তৃণমূল কেন্দ্রের এই উদ্যোগকে বয়কট করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে কেন্দ্রের এই উদ্যোগকে বয়কট করছে না। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ”এটা নিয়ে অযথা বিতর্কের কিছু নেই। আমাদের দলের কেউ বিদেশে যাচ্ছে না। আমাদের সঙ্গে কেন্দ্র যোগাযোগ করলে আমরা অবশ্যই ভাবাব ৷ কিন্তু আমরা বয়কট করছি ব্যাপারটা এমন নয় ৷ জাতীয় নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রের পাশে আছি।”
দেখুন ভিডিও