কলকাতা: হাতে নেই দলের পতাকা, বদলে রয়েছে আদরের পোষ্য। সেই পোষ্য হাতের গড়গড় করে হেঁটে চলেছেন মুখ্যমন্ত্রী। তবে মহানগরের বুকে না ট্রেডমিলে। হ্যাঁ ঠিকই ধরেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এমনই একটা ভিডিও আপলোড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও।
আরও পড়ুন: Bhangar Incident | ভাঙড়ে ভাঙন আইএসএফ শিবিরে, তৃণমূলে যোগদান শতাধিক কর্মীর
এর আগেও একাধিক সাক্ষাৎকারে নিজের ফিটনেস রহস্যের কথা জানিয়েছিলেন তিনি। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানানোর কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। হাঁটতে ভীষণ ভালোবাসেন তিনি, সেকথাও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে হোক বা ব্যক্তিগত আলাপচারিতা, মমতা জানিয়েছেন তিনি প্রত্যেকদিন সকালে নিয়ম করে ট্রেডমিলে হাঁটেন। আর আজ রবিবার ছুটির দিনে হঠাৎই একটা ট্রেডমিলে হাঁটার ভিডিও আপলোড করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কোনও কোনও দিন আপনার বাড়তি অনুপ্রেরণার দরকার হয়।’
নির্বাচনী ভোট প্রচারের জন্য একাধিকবার রাজপথে মুখ্যমন্ত্রীকে হাঁটতে দেখা গেলেও ট্রেডমিলে কখনোই তাঁকে হাটতে দেখা যায়নি এর আগে। অনেক সময় দলের অনেককেই শরীর চর্চার পরামর্শ দিতেও দেখা গেছে তাঁকে। অনেক প্রশাসনিক বৈঠকে দলীয় কর্মীদের ওজন শুনে বা ভুঁড়ি দেখে প্রাণায়াম করারও পরামর্শ দেন তিনি।
মুখ্যমন্ত্রীর এদিনের ভিডিও ভাইরাল হওয়ার নেপথ্যে রয়েছে তৃণমূলের তরুণ মুখ সুদীপ রাহা। তৃণমূল মুখপাত্র ফেসবুকে একটি রিল পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, পোষ্য সারমেয়কে হাতে নিয়ে ট্রেডমিলে দ্রুতগতিতে হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।