কলকাতা: সংবাদমাধ্যম কার্নিভালকে (Durga Puja Carnival) গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি টিভি চ্যানেল এবং সংবাদপত্রের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, একটি দুটি চ্যানেল ছাড়া কেউই কার্নিভালের সম্প্রচার করেনি। কেউ পুরোটা দেখায়নি। কোটি কোটি মানুষ তা দেখার অপেক্ষায় ছিল। বাংলার মিডিয়া থেকে এটা আমরা আশা করি না।
গত বুধবার রেড রোডে ওই কার্নিভাল হয়। পায়ের চোটের কারণে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন বাড়িতে বন্দি ছিলেন। সেদিনই তিনি প্রথম বাড়ির বাইরে বেরোন কার্নিভালে উপস্থিত থাকার জন্য।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, পুজো সকলের সহযোগিতায় খুব ভালো ভাবে হয়েছে। এবার পুজো যে উচ্চতায় উঠেছে, তা বলার নয়। আগামিদিনে পুজো আমরা আরও ভালো করবো। ব্রিটিশ কাউন্সিল একটা রিসার্চ করেছে। তাতে ওরা বলছে, পুজোকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। আমার ধারণা, তা ৮০ – ৮৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। প্রায় তিন লক্ষ কর্মসংস্থান হয়েছে।
মমতা বলেন, আমি কলকাতার পুজো দেখেছি। জেলার ব্লকগুলো যে পুজো করেছে তা অসাধারণ। সময়ের আগেই তারা এগিয়ে গিয়েছে। এবার জেলায় জেলায় কার্নিভাল হয়েছে। শহর, জেলার সব পুজো একে অপরকে টেক্কা দিয়েছে। কলকাতায় ১০০ টি পুজো প্যান্ডেল খুব ভালো করেছে। জেলায় যে কার্নিভাল হয়েছে তার সংখ্যা যদি যোগ করেন তাহলে মনে রাখবেন এই সংখ্যা যে কোনো কার্নিভাল কে হারিয়ে দেবে। পৃথিবীতে এই প্রথম এত বড় কার্নিভাল হলে বলেও মুখ্যমন্ত্রী দাবি করেন।মুখ্যমন্ত্রী বলেন, পুজোতে কোনও রকম দুর্ঘটনা ঘটেনি। মা আমাদের রক্ষা করছে।