কলকাতা: দেউচা পাচামি (Deucha Pachami), তাজপুর (Tajpur Port) নিয়ে বেশ কিছুদিন ধরেই নবান্নের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা৷ রাজ্য সরকারের এই কয়লা খনি-বন্দর প্রকল্পে সাধারণ মানুষের সমস্যা হবে বলে অভিযোগ তুলেছে৷ যদিও ইতিমধ্যে দেউচা পাচামির জমিদাতাদের নবান্নে ডেকে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়া শুরু করেছে রাজ্য সরকার৷ আর এবার এই দুই প্রকল্প নিয়ে বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ তাঁর মতে, যে ভাবে বাম, কংগ্রেস ও বিজেপি এই প্রকল্পের বিরোধিতা করছে তা মেনে নেওয়া হবে না৷
বুধবার রাজ্যের ১০৮ পুরসভার ফল প্রকাশ হয়েছে৷ সবুজ আবিরে মুড়েছে বাংলা৷ ১০২টি পুরসভা নিজের দখলে এনেছে তৃণমূল৷ তারপরই বিরোধীদের বিরুদ্ধে আক্রমণের পথে গেলেন তৃণমূল নেত্রী৷ এতদিন বিরোধীরা অভিযোগ করল, সেভাবে মন্তব্য করেননি তিনি৷ রাজ্য সরকার বারবার সদিচ্ছা দেখিয়েছে৷ জমিদাতাদের নবান্নে ডেকে আলোচনা করেছে৷ কথা বলেছে৷ ক্ষতিপূরণ ঘোষণা করেছে৷ ক্ষতিপূরণ তুলে দিয়েছে৷ কিন্তু সরাসরি মুখ খুলতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে৷ আজ পুরভোটের ফলপ্রকাশের পর প্রথমবার বিরোধীদের বিরুদ্ধে সরব হলেন তিনি৷
মমতা বললেন, উপযুক্ত ক্ষতিপূরণের কথা ঘোষণা হয়েছে৷ রাজ্য সরকার সদিচ্ছার সঙ্গে সব পদক্ষেপ করছে৷ বিরোধীরা অকারণে বিষয়টি নিয়ে জলঘোলা করছে৷ এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে৷
আরও পড়ুন: Darjeeling Panchayet Election: পাহাড়ের পঞ্চায়েত নির্বাচন নিয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেললেন মমতা