কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme court) নির্দেশে এসএসসির ২৬,০০০ এর ও বেশি শিক্ষকরা চাকরিহারা (Jobless teachers) হয়েছেন। শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয়েছে, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা করতে না পারার দরুন, এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই নতুন নিয়োগ করার কথাও জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। Bএই আবহেই চাকরিহারারা আন্দোলনের পথে নেমেছেন। দীর্ঘদিন ধরে চাকরিহারাদের আন্দোলন চলছে বিকাশ ভবনের সামনে। তাদের মূলত দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে থাকুক। সেই আবেদনও উঠেছে। সেই আবহে মঙ্গলবার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করবেন। মঙ্গলবার বিকাল পাঁচটায় নবান্নে এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন হবে।
মঙ্গলবার বিকাল পাঁচটায় চাকরিহারাদের জন্য বিশেষ সাংবাদিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেই তাঁর ফেসবুক পেজ থেকে এই বার্তা দিয়েছেন। সোমবারই শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষকদের ৬ প্রতিনিধি। তাঁদের প্রধান দাবি ছিল, কোনওভাবেই তাঁরা আর যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসবেন না। কীভাবে পরীক্ষা ছাড়া যোগ্য শিক্ষকদের তাঁদের চাকরিতে পুনর্বহাল করা যায়, সে ব্যাপারে দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। তাদেরও আরও দাবি,ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তাঁরা। নিজেদের চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা।
আরও পড়ুন: আন্দোলন দিল্লিমুখী করব, স্পষ্ট জানালেন চাকরিহারারা
তারা জানিয়েছেন শিক্ষা সচিব তাদের জানিয়েছেন এই বিষয় নিয়ে তারা আইনি পরামর্শ নেবেন। চাকরিহারারা প্রথম থেকেই শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে আলোচনা ও নিজেদের দাবি জানাতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা না করে সাংবাদিক বৈঠক থেকেই চাকরিহারাদের উদ্দেশে বিশেষ বার্তা দেবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী লেখেন, “চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন।” চাকরিহারাদের পাশে থাকার বরাবর বার্তা দিচ্ছে রাজ্য সরকার।
দেখুন ভিডিও