কলকাতা: বিজেপি কর্মী মানস সাহার (Manas Saha) মৃত্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ শুক্রবার বিকেলে ভবানীপুরের প্রচার সভা থেকে বিজেপির (BJP) অভিযোগ উড়িয়ে তিনি জানান, সার্জারিতে মারা গিয়েছেন মানস সাহা৷
বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মানস সাহার মৃতদেহ নিয়ে মমতার কালীঘাটের (Kalighat) বাড়ির সামনে জড়ো হয়েছিলেন বিজেপি নেতা-নেত্রীরা৷ ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ বিজেপির এই কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার বেধে যায় কালীঘাটে৷ তখন মমতা নবান্নে ছিলেন৷ সব জানার পর ওই দিন কোনও প্রতিক্রিয়া দেননি৷ তবে আজ প্রচারের মঞ্চ থেকে বিজেপিকে জবাব দেন তিনি৷
আরও পড়ুন: মিঠুন মামলার শুনানিতে অভিনেতার ডায়লগ শুনেই হাসির রোল হাইকোর্টের এজলাসে
তৃণমূল নেত্রী বলেন, ‘একটা পারিবারিক ঘটনা ঘটে গেলে বিজেপি নাচতে শুরু করে৷ ওদের একটা ছেলে মারা গেছে৷ ইলেকশনের সময় একটা ঘটনা ঘটেছিল৷ তাতে ভালো হয়ে গেছিল৷ সে ঘটনা নয়৷ পরে কোনও একটা সার্জারি হয়েছে৷ সেই সার্জারিতে মারা গেছে৷ দেখুন যে কোনও ঘটনা দুঃখজনক৷ আমার পার্টি হোক বা অন্য পার্টি হোক৷ মৃত্যু সবসময় দুঃখজনক৷’
আরও পড়ুন: প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হেনস্থার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে
এর পরই বিজেপির বিরুদ্ধে তেড়ে ফুড়ে আক্রমণে নামেন মমতা৷ হুঙ্কার ছেড়ে তৃণমূল নেত্রী বলেন, ‘তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ? তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি? ভালো হবে!’ হুমকির সুরে বলেন, ‘মেশিনারি আমার কাছে নেই৷ এক সেকেন্ড লাগবে পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসব৷ তুমি খেতে পাবে না দশদিন৷ বদমায়েশি করতে চাইলে কী না করা যায়! এত পাশবিক এত দানবিক৷’