কলকাতা: রাজ্য বিধানসভা অধিবেশনের (Assembly Session) সময় বিভ্রান্তি নিয়ে বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফোনেই রাজ্যপালকে তিনি জানান, ছাপার বিভ্রান্তির কারণে বেলা দু’টোর পরিবর্তে রাত দু’টোয় বিধানসভার অধিবেশন শুরুর কথা উল্লেখ করা হয়েছে। এদিন রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী। ২৮ ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে বলে রাজ্যপালকে জানান মুখ্যমন্ত্রী।
ঠিক কী হয়েছিল?
রাজ্য সরকারের তরফে বিধানসভা অধিবেশন শুরুর একটি সময়সূচি পাঠানো হয় রাজ্যপালকে। তাতে বলা হয়েছে, ৭ মার্চ রাত দুটোর সময় রাজ্য বিধানসভার অধিবেশনের সূচনা হবে। এরপরেই বৃহস্পতিবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। টুইটে লেখা হয়, ৭ মার্চ রাত দুটোয় রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। রাত দু’টোয় বিধানসভার অধিবেশন? নজিরবিহীন, ইতিহাসে প্রথম।
রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এ ব্যাপারে আলোচনার জন্য এদিন বিকেলেই মুখ্যসচিবকে রাজভবনে তলব করেন। এই ঘটনার জন্য তিনি সরকারি আধিকারিকদের গাফিলতিকেও দায়ী করেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও অনুরোধ করেন রাজ্যপাল। শেষে সময় বিভ্রান্তি দূর করতেই রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী।