Placeholder canvas
কলকাতা রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
বাংলায় ন্যায় যাত্রায় ঝামেলার শঙ্কা, নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি খাড়্গের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ০৫:০৭:২৩ পিএম
  • / ৭৫ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বাংলায় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Congress Bharat Jodo Nyay Yatra) ঝামেলার শঙ্কা করছেন খোদ দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাই সেই যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিলেন কংগ্রেস সভাপতি। চিঠিতে তিনি লিখেছেন, এই যাত্রা বাংলার কিছু প্রতিবেশী রাজ্যে দুষ্কৃতী হামলার শিকার হয়েছে। যাত্রীরা আক্রান্ত হয়েছেন। রাজনৈতিক মদতে এই সব ঘটনা ঘটেছে। এখন যাত্রা পশ্চিমবঙ্গে ঢুকেছে। এখানেও কিছু দুষ্কৃতী যাত্রার উপর হামলা করতে পারে বলে আমি জানতে পেরেছি। আমি নিশ্চিত নই যে, রাজ্য প্রশাসনের বদনাম করার জন্যই এই সব করা হবে কি না।

কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রীকে আরও লিখেছেন, এই যাত্রা যাতে বাংলায় মসৃণভাবে হয়, তার জন্য তিনি যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমি জানি, আপনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক খুবই আন্তরিক। প্রসঙ্গত, দুই দিনের বিরতির পর আগামিকাল রবিবার থেকে আবার বাংলায় শুরু হচ্ছে রাহুলের ন্যায় যাত্রা। গত ২৫ জানুয়ারি অসম থেকে বক্সিরহাট হয়ে ওই যাত্রা কোচবিহারে ঢোকে। রাহুলের যাত্রাপথে বাংলায় দিদি একাই যথেষ্ট, অধীর চৌধুরী দূর হটো প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্থানীয়রা বিক্ষোভল দেখান। ওই সব স্লোগানের নীচে লেখা ছিল, কোচবিহারের নাগরিকবৃন্দ। কংগ্রেসের অভিযোগ, নাগরিকদের নাম করে বকলমে তৃণমূলই ওই বিক্ষোভ দেখিয়েছে। যদিও তৃণমূলের জেলা নেতা পার্থপ্রতিম রায়ের দাবি, ওই বিক্ষোভের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক ছিল না। স্থানীয় মানুষ তাদের ক্ষোভের থেকে কর্মসূচি নিয়েছিলেন।

এদিকে কংগ্রেস সভাপতি যখন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রীকে ন্যায় যাত্রার জন্য নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন, তখন দলের মিডিয়া সেলের জাতীয় মুখপাত্র জয়রাম রমেশ ফের ন্যায় যাত্রায় মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, সম্ভব হলে মমতা যদি এই যাত্রায় উপস্থিত থাকেন, তবে আমরা গর্বিত হব। গত ২৪ জানুয়ারি মমতা বলেছিলেন, ওই ন্যায় যাত্রার কথা কংগ্রেস নেতারা আমাকে একবারও বলেননি। আমাদের রাজ্যে আসছে। অথচ আমাকে একবারও জানানো হয়নি। জয়রাম অবশ্য দাবি করেন, মমতাকে আমন্ত্রণ জানিয়ে মেল করা হয়েছে। রাহুল গান্ধী, খাড়্গে তাঁকে ফোন করেছেন।

আরও পড়ুন: টাকার টোপ, বিধায়ক ভাঙাতে চাইছে বিজেপি, অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের

জয়রাম বলেন, মমতা বারবার বলছেন, বিজেপিকে হারানোই তাঁর অগ্রাধিকার। কংগ্রেস এবং ইন্ডিয়া জোটও সেটাই চায়। এই অবস্থায় আমরা রবিবার থেকে আবার ন্যায় যাত্রা করছি বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাতে শামিল হলে আমরা খুশি হব। উল্লেখ্য, রাহুলের যাত্রা চলাকালীনই মমতা উত্তরবঙ্গে থাকবেন।

কলকাতায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ বলেন, খাড়্গের চিঠি নিয়ে আমি কোনও মন্তব্য করব না। সেটা তাঁর আর মুখ্যমন্ত্রীর বিষয়। তবে এর থেকে কংগ্রেস সভাপতি যদি ইন্ডিয়া জোটকে (INDIA Alliance) শক্তিশালী করার দিকে বেশি জোর দেন, তাহলে ভালো হয়। একদিকে ভারত জোড়ো যাত্রা হচ্ছে, অন্যদিকে মিলিন্দ দেওরার মতো কংগ্রেস নেতারা বিজেপিতে চলে যাচ্ছেন। খাড়্গেজি সেদিকে নজর দিন। কুণাল বলেন, তার থেকেও বড় কথা, লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) রোজ বিজেপির দালালি করে চলেছেন। রোজ আমাদের নেত্রী সম্পর্কে যা খুশি তাই বলে চলেছেন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কি তার জন্য একবারও দুঃখপ্রকাশ করেছেন?

আরও অন্য খবর দেখুন

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

মহালয়ার আগেই শারদোৎসবের সূচনায় করবেন মুখ্যমন্ত্রী
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
বসাক বাড়ির পুজোয় বাড়ির থিমের ছোঁয়া
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
ফের কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
সোমবার জেলাশাসক ও পুলিশ সুপারদের বৈঠক মুখ্যমন্ত্রীর
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
অনুব্রতর সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
টেক্কার ট্রেলারে মারকাটারি দেব
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
অভিযুক্তকে সংশোধনের সুযোগ সন্ত্রাসবাদী অপরাধে কার্যকর নয়: জম্মু ও কাশ্মীর হাইকোর্ট
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
সত্যজিৎ রায় স্মরণে টালা বারোয়ারির থিম হীরা মানিক জ্বলে
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
কলকাতায় এবার বেনারস-হরিদ্বার, মণ্ডপেই গঙ্গা আরতি…
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপদ স্থানে সরানো হল
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
রেশন দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
নকল স্টিকার লাগানো লক্ষ লক্ষ টাকার ভেজাল সামগ্রী উদ্ধার
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
বোমাবর্ষণে নিহত হিজবুল্লা প্রধান নাসরাল্লার, দাবি ইজরায়েলের
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
পদত্যাগ করতে চেয়ে ইচ্ছা প্রকাশ ফিরহাদের, খারিজ করলেন নেত্রী
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
আজই কি মুখোমুখি অনুব্রত-কাজল?
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team