কলকাতা: ময়নাগুড়িতে নাবালিকা ধর্ষণের চেষ্টার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। আজ, সোমবার আইনজীবী সুস্মিতা সাহা দত্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই আবেদন জানান। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। ১৪ দিন লড়াইয়ের পর আজ সকালে ময়নাগুড়ির নির্যাতিতার মৃত্যু হয়েছে।
গত ১৪ এপ্রিল গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে নাবালিকাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল ওই নাবালিকার। দেহের গুরুত্বপূর্ণ কিছু অংশ পুড়ে যাওয়াতেই মৃত্যু হল তার।
২৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ির ধর্মপুর এলাকার এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে অজয় রায় এবং বিজয় রায়। নাবালিকার জামা কাপড় ছিড়ে দেয়। গোপনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনে পালিয়ে যায় অভিযুক্ত। ময়নাগুড়ি থানায় অভিযোগ জানায় নাবালিকার পরিবার।
আরও পড়ুন: Barasat: জীবিত কিশোরকেই মৃত বলে ঘোষণা হাসপাতালের, তারপর…
স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, অজয় রায় নামে ওই যুবক শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ বলে পুলিস এতদিন গ্রেফতার করেনি। অভিযুক্তদের পক্ষ থেকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। একাধিকবার প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল। ক্রমাগত হুমকি সহ্য করতে না পেরে নির্যাতিতা নাবালিকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷