কলকাতা: কলেজে গণধর্ষণকাণ্ড (Kasba Incident) নিয়ে মন্তব্য করায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে শো কজ করেছিল তৃণমূল। এবার শো কজের জবাব দিলেন মদন (Madan Mitra)! নিঃশর্ত ক্ষমা চেয়ে সুব্রত বক্সীকে চিঠি দিলেন মদন মিত্র। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। সূত্রের দাবি, সংক্ষিপ্ত জবাব হলেও তাতে দু’টি অংশ রয়েছে। প্রথম অংশে নিজের মন্তব্যের জন্য দলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। দ্বিতীয় অংশে তাঁর মন্তব্যের একটি ব্যাখ্যাও উল্লেখ করেছেন।
কসবার ঘটনা নিয়ে কামারহাটির বিধায়ক বলেন, ‘‘ওই মেয়েটি যদি ওখানে না যেত, এই ঘটনা তো ঘটত না। যাওয়ার সময়ে যদি কাউকে বলে যেত, দু’জন বান্ধবীকে নিয়ে যেত, বাবা-মাকে নিয়ে যেত, তা হলে এটা ঘটত না। পরিস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তেরা। কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছিল তৃণমূলের অন্দরেই। দলের অবস্থান এবং তাকে চ্যালেঞ্জ করে পাল্টা মন্তব্যের পর তা গড়ায় শোকজে। গত রবিবার মদনকে শো কজ করেছিল তৃণমূল। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল তাঁকে। দলের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে এবং ব্যাখ্যা দিয়ে দলের কাছে নিজের জবাব পাঠিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন: কসবা কাণ্ডের তদন্তে বড় অগ্রগতি, পুলিশের হাতে নয়া তথ্য
তবে এবার দলের শোকজে ক্ষমা চাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দুঃখপ্রকাশ করে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়েছেন তিনি। সুব্রত বক্সীকে চিঠিতে তিনি লেখেন, আমি দলের অনুগত সৈনিক। আমার কোনও মন্তব্যে দলের ভাবমূর্তিতে আঘাত পৌঁছালে, তারজন্য আমি দুঃখিত। আমি দলের প্রতি নিষ্ঠাবান।বক্সীকে নিজের হাতে লেখা চিঠি দেন মদন মিত্র।
দেখুন ভিডিও