ওয়েবডেস্ক- সকাল থেকে বঙ্গে আকাশে রোদের দেখা নেই, চলছে বৃষ্টি (Rain)। হালকা আবার কখনও মাঝারি বৃষ্টি নিয়েই সোমবার দিন শুরু হয়েছে বঙ্গে (South Bengal Weather Update)। আগামী সাতদিন একই রকম অবস্থা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। এদিকে ঘনীভূত নিম্নচাপ। উত্তাল হবে সমুদ্র। আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
আবহবিদেরা জানিয়েছেন, গত দুই বছরের তুলনায় এই বছর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। কারণে সমুদ্র প্রায় কিছুদিন অন্তর -অন্তর তৈরি হচ্ছে চক্রাবৎ ঘূর্নাবর্ত, যা নিম্নচাপের রূপ নিচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে থাকা ঘূর্ণাবর্তটি (cyclone) নিম্নচাপ (Low Pressure) অঞ্চলে পরিণত হয়েছে। নিম্নচাপটির অভিমুখ রয়েছে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের দিকে। নিম্নচাপ সংলগ্ন ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে অবস্থায় আছে।
আরও পড়ুন- টেকঅফের আগেই থমকাল ব্যাঙ্ককগামী ফ্লাইট! তিন ঘণ্টা বিমানে বন্দি যাত্রীরা
বাঁকুড়া, দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। আগামী সাত দিনই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দিনের আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
অপরদিকে সোমবার উত্তরবঙ্গে এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার পর্যন্ত কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা কম। আটটি জেলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গল এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভা আছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। আগামী শনিবার পর্যন্ত উত্তরের 8টি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
দেখুন আরও খবর-