কলকাতা : ষষ্ঠীতে আবারও চেনা ছন্দে দেখা গেল কালারফুল মদন মিত্রকে। গায়ে হলুদ পাঞ্জাবি গলায় চেনা সুর ‘ওহ লাভলি’। একদম মধ্য কলকাতার বুকে শোভাবাজার রাজবাড়ির মঞ্চ মাতালেন তিনি।
পঞ্চমীতে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের ৩৬ তম দুর্গাপূজার উদ্বোধনে এসে মঞ্চ মাতিয়েছিলেন তিনি। এবার উদ্বোধন নয়, ‘উমা সম্মান ২১’-এর বিচারক হিসেবে কলকাতার পুজো মণ্ডপগুলিতে যাচ্ছেন তিনি।
বিচারক হিসেবেই তিনি পঞ্চমীতে গিয়েছিলেন শোভাবাজার রাজবাড়িতে সেখানেই ঝুমুর শিল্পীদের সঙ্গে পা মেলালেন কামারহাটির বিধায়ক। গায়ে হলুদ পাঞ্জাবি চোখে চেনা চশমা।
এক গাল হাসি নিয়ে ধামসা-মাদলের তালে ছন্দ মেলালেন। কখনও আবার আদিবাসী মহিলাদের হাত ধরেও নাচলেন। দোলালেন কোমর আর ধামসা মাদলের তালের মধ্যেই বলে উঠলেন ‘ওহ লাভলি।’
আরও পড়ুন – অষ্টমী থেকে বৃষ্টির শঙ্কা, আগে ভাগে প্যান্ডেল হপিংয়ে ভিড় দক্ষিণ থেকে উত্তরে
পঞ্চমীতে ‘কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হল। সঙ্গে ছিল ঢ্যাঁড়স মূলো সব ব্যাক করছে।’ গান গেয়েছিলেন। যে গানের উদ্দেশ ছিল নাম না করে বললেন শুভেন্দু অধিকারী কুমড়োর সঙ্গে তুলনা করা। তাঁর সঙ্গে যারা দল বদল করেছিলেন তাঁদেরও মূলো বলে কটাক্ষ করেছিলেন। সেই মূলো গুলোই ফেরত এসেছে বলে তিনি নাম না করে দলে যারা ফিরেছেন তাঁদেরও কটাক্ষ করেছিলেন।