কলকাতা: সল্টলেকে (Salt Lake) আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার লরেটোর ছাত্রীর দেহ (Loreto Students Body Found)। সূত্রের খবর, ধর্মতলা লরেটোর সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল সে। ২৯ জুন সল্টলেকের বিসি ব্লকের সরকারি বিচিত্রা আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অদ্রিজা সেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, আত্মহত্যা করতে পারে না অদ্রিজা। তদন্তে নেমেছে উত্তর বিধান নগর থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষা দফতরের ডিআই। তার মা সটলেকে একটি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। গত ২৯ তারিখ মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল অদ্রিজা। মায়ের সঙ্গে মুড়ি এবং সিঙ্গারা খেতে খেতে খুনসুটিও করে। বাবা সেই সময় বাজারে বেরিয়েছিলেন। এর পরে তিনি কিছুক্ষণের জন্য বেরিয়েছিলেন। ৮টা ৪০ মিনিটে ফেরে এসে দেখেন মেয়ে বাড়ির নীচে পড়ে আছে। তাকে ঘিরে রয়েছেন প্রতিবেশীরা। সুব্রত সেনের কথায়, ‘এসে দেখি মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ছাদ থেকে পড়ে গিয়েছে নাকি ব্যালকনি থেকে, জানি না। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে নারাজ অদ্রিজার বাবা। উত্তর বিধান নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি না থাকায় তদন্তে বেগ পেতে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। পুলিশ ইতিমধ্যে ছাত্রীর ফোন ও ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: চিটফান্ড মামলায় প্রশ্নের মুখে কমিটি! বড় নির্দেশ হাইকোর্টের
অন্য খবর দেখুন