কলকাতা: সোমবার কলকাতার ডাস্টবিন থেকে উদ্ধার হলো দুটি চিতার চামড়া (Leopard skin found in Kolkata)। একই সঙ্গে কয়েকটি লেজের টুকরো উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান যাদের কাছে এগুলো ছিল তাদের কাছে আরো চামড়া রয়েছে। মুচিপাড়া থানা এলাকার একটি ডাস্টবিন থেকে চিতার চামড়া ও খুলি উদ্ধার হয়। এ গুলি বেড কভারের মধ্যে রাখাছিল। সূত্র মারফত খবর পেয়ে ২৯/এ ক্রিকলেন থেকে উদ্ধার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল।
এ দিন সকালে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলকে মুচিপাড়া থানা খবর দেয়। খবর পেয়ে বনদফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। দুটো লেপার্ডের চামড়া উদ্ধার হয়। তাঁদের অনুমান বাঘ ছালগুলি বহুদিনের পুরোনো। তদন্তকারীরা মনে করছেন, হয়তো বিক্রি করার জন্য পাচারকারীরা বাঘছাল নিয়ে এসেছিল। কিন্তু বিক্রি করতে না পেরে ফেলে যায়।
আরও পড়ুন-হাসপাতাল জুড়ে অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চলল জখম যুবকের সেলাই
ডাস্টবিন থেকে উদ্ধার বেড কভার সল্টলেকের বনদফতরে অফিসে নিয়ে খুলতেই দেখা যায় দুটি চামড়া রয়েছে। সঙ্গে তিনটে আলাদা লেজ পাওয়া গেছে। দুটি চামড়ার মধ্যে একটি পূর্ণ বয়স্ক ও একটি মাঝ বয়স্ক লেপার্ডের চামড়া। সব তথ্য প্রমাণ খতিয়ে দেখে পুলিশের অনুমান, পাচারকারীরা এগুলো ফেলে গিয়েছে, তাদের কাছে আরও চামড়া রয়েছে। তাই, কে বা কারা এই খাণ্ড ঘটালো তা খতিয়ে দেখতেই মুচিপাড়া থানা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী অফিসাররা।