কলকাতা: খাস কলকাতার (Kolkata) বুকে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। মঙ্গলবার সাতসকালে বেলেঘাটা সেলস ট্যাক্স বিল্ডিংয়ের (Beleghata Sales Tax Building) তলা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে এখনও পর্যন্ত মৃতের নাম,পরিচয় (Identity) কিছুই সামনে আসেনি। এদিনের এই ঘটনা আতহত্যার নাকি দুর্ঘটনার তা জানতে তদন্তে নেমেছে এন্টালি থানার পুলিশ (Entally Police)। আবার এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
মৃতের পরিচয়ের সন্ধানে বেলেঘাটা মেন রোড (Beleghata Main Road) ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। পাশাপাশি, কলকাতার একাধিক থানায় মৃত ব্যক্তির ছবি পাঠিয়ে শনাক্তকরণের কাজও বাদ রাখেনি পুলিশ। জানা গিয়েছে, এদিন সকালে বেলেঘাটা সেলস ট্যাক্স অফিস থেকে নীচে পড়ে যান এক ব্যক্তি। সকাল ১০টার দিকে সেলস ট্যাক্স অফিসে (Sales Tax Office) প্রবেশ করেন ওই ব্যক্তি বলে সূত্রের খবর। তিনি আইনজীবী বলে জানান নিরাপত্তারক্ষীকে।
আরও পড়ুন: সাংবাদিক বৈঠকের আগে মুখ্যমন্ত্রীকে ইমেল চাকরিহারাদের, কী কী দাবি?
অন্য একটি সূত্র বলছে, ওই ব্যক্তি ভিতরে ঢোকার পরপরই অদ্ভুত শব্দ শোনা যায়। ঠিক তারপরেই দেখা যায় ওই ব্যাক্তি সেলস ট্যাক্স বিল্ডিংয়ের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। রক্তে ভিজে গিয়েছে তাঁর দেহ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এনআরএস হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে ঘটনার আসল কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন অন্য খবর