ওয়েবডেস্ক: রেশন দুর্নীতিতে (Ration corruption) অভিযুক্ত তৃণমূল নেতা আনিসুর রহমানের (Anisur Rahman) গ্রেফতারি পরোয়ানা ও সম্পত্তি বাজেয়াপ্তের নোটিস নিয়ে প্রশ্ন তুলেছেন তার আইনজীবী। উত্তর দিতে সময় চেয়ে নিল রাজ্য। আগামী সোমবার জবাব দিতে হবে রাজ্যকে নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Joy Sengupta) । আনিসুর রহমানের আইনজীবীর বক্তব্য, রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে যেদিন গ্রেফতারি পরোয়ানা জারি হয় সেদিন কিভাবে তার সম্পত্তি বাজেয়াপ্তের নোটিস দেয় পুলিশ? সুপ্রিম কোর্টের (Supreme Court) একধিক রায় রয়েছে। এটা বেআইনি ।
আরও পড়ুন: কার্ডিয়াক সার্জারি রাজ্যপালের, রাজভবনে ফিরছেন আজ
বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, গ্রেফতারি পরোয়ানা জারিতে কোনও ভুল নেই, কিন্তু ওই দিন তার সম্পত্তি বাজেয়াপ্তের নোটিস দিতে পারে না পুলিশ ।রাজ্যের আইনজীবীর বক্তব্য, এই নিয়ে নির্দিষ্ট বক্তব্য আছে, সেই বক্তব্য জানাতে আদালতের কাছে সময় চায় রাজ্যে ।আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যের কাছে জবাব তলব কলকাতা হাইকোর্টের।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে রেশন দুর্নীতিতে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। সেই সময় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পর রেশন ও পুর নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। ২০২৩ এর শেষের দিক থেকে রেশন দুর্নীতিতে তদন্তে গতি আসে।
দেখুন আরও খবর-