কলকাতা : কেটে গেছে দুর্যোগের কালো মেঘ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ পরিষ্কার হবে। তবে, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই কলকাতায়। জানাচ্ছে হাওয়া অফিস।
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার উন্নতি হবে। তবে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কয়েকটি জেলায়।
আরও পড়ুন : জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
শুক্রবার রাতের দিকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি নামতে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রের। এক কথায় শীতের হালকা আমেজ অনুভূত হবে। এতদিন একটানা বৃষ্টিতে রাজ্যবাসীর অবস্থা নাজেহাল হয়েছিল। এবার ২৬ অক্টোবর রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ায় রোদের মুখ দেখবে বঙ্গবাসী।