কলকাতা: দিনদুপুরে স্কুলের সামনে থেকে ছাত্র অপহরণের অভিযোগ।পরে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে কসবা থেকে উদ্ধার করা হয় একাদশ শ্রেণির ওই ছাত্রকে। দক্ষিণ কলকাতার অ্যান্ড্রুজ হাই স্কুলের সামনে ঘটনা ঘটনার জেরে আতংকিত অভিভাবকেরা।যদিও ঘটনায় অভিযুক্তেরা এখনও অধরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার স্কুল ছুটির পর ভরদুপুর সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছিল ওই পড়ুয়া। তখন হঠাৎ কয়েকজন এসে ওই ছাত্রকে ঘিরে ধরে। তারপর তাকে মারধর করে তাদের বাইকে তুলতে চেষ্টা করে। তারপর তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তেরা।পুরো ঘটনাটি ওই স্কুলের উল্টো দিকে থাকা একটি দোকানে রেকর্ড হয়. সেই ফুটেজ দেখেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে. এবং ওই সিসিটিভি ফুটেজের সাহায্যেই কসবা থেকে উদ্ধার করা হয় ওই একাদশ শ্রেণীর ছাত্রকে। যদিও এই ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা।
আরও পড়ুন: এক ঝলকে জি ২০ সামিট
এদিকে, স্কুল ছাত্রকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা স্বীকার করেছেন প্রধানশিক্ষক সুপ্রিয় মিত্র। তাঁর মন্তব্য, স্কুলের ছাত্রেরা আমাকে পুরো ঘটনাটি জানায়।আমি ছাত্রদের থেকেই জানতে পারি যে স্কুলের বাইরে রাস্তায় আমাদের স্কুলের ছাত্রকে সাত-আট জন মিলে প্রথমে মারধর করেন, তারপর তাকে বাইকে তুলে নিয়ে চলে যান। তারপরেই আমি বিন্দুমাত্র দেরি না করে পুলিশকে জানাই। আপাতত পুলিশই এই পুরো ঘটনাটি দেখছে।