Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
বেলাগাম কুণালের মুখে লাগাম পরাল দল, ১৪ দিন সেন্সর্ড দলীয় মুখপাত্র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ০৩:২৯:১৬ পিএম
  • / ১৩০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  পার্থ চট্টোপাধ্যায়কে দল এবং মন্ত্রিসভা থেকে সরানো হলেও তাঁর সম্পর্কে কোনও কটু, আপত্তিকর মন্তব্য অনুমোদন করছে না তৃণমূল কংগ্রেস৷ দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ ধারাবাহিকভাবেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কটুক্তি করছিলেন৷ এবার পদক্ষেপ করল দল৷ তৃণমূলের তরফে কুণাল ঘোষকে সরাসরি ‘সেন্সর’ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কিত বিষয়ে তাঁকে মুখে লাগাম টানতে নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, একইসঙ্গে  দলের মুখপাত্রের দায়িত্ব থেকে আপাতত সরানো হয়েছে তাঁকে। এই মূহুর্তে কুণাল দলের মুখপাত্রের কাজ করতে পারবেন না৷

দিনকয়েক আগে আদালত পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পরেই কুণাল ঘোষ বলেছিলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে। আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি। আমি চক্রান্তের কথা বলায় তখন এই পার্থ চট্টোপাধ্যায় আমাকে পাগল বলেছিলেন। অপরাধ করিনি বলায় আমাকে দলবিরোধী বলেছিলেন। এখন দেখুন কেমন লাগে।  আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়। নাগরিক হিসেবে বন্দিজীবনের নিয়ম যেমন আমার ক্ষেত্রে কার্যকর হয়েছিল, আশা করি তাঁর ক্ষেত্রেও তেমনই হবে।’ পার্থ ছাড়াও দলের আর যাঁর তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন তাঁদেরও একই দশা হবে বলেও চাঞ্চল্যকর মন্তব্য করেন কুণাল। 

অতীতেও একাধিকবার দলকে চরম  অস্বস্তিতে ফেলেছিল এই কুণাল ঘোষ৷ সেই সময় তিনি তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন৷ সারদা- কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর বার বার দল এবং দলীয় নেতৃত্বকে  বিপাকে ফেলেছিলেন৷ দলের একাধিক নেতার বিরুদ্ধে সরাসরি বিভিন্ন অর্থলগ্নি সংস্থা থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছিলেন কুণাল ঘোষ।

গ্রেফতার হওয়ার কিছুদিন আগে সোমেন মিত্রের পাড়ায় এক অনুষ্ঠানে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ করেন কুণাল৷ তখনই তাঁকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করতে সময় নেয়নি দল৷  প্রথমেই কুণালকে দল থেকে সাসপেন্ড করা হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পরও দীর্ঘদিন সাসপেন্ড ছিলেন কুণাল৷ পরে উদারতা প্রদর্শন করে দল৷ কুণালকে দলে ফিরিয়ে আনে তৃণমূল৷ পরে দলের মুখপাত্র এবং অন্যতম সাধারণ সম্পাদকের দায়িত্বও কুণালকে দেয় দল৷

পার্থ গ্রেফতার হওয়ার পর থেকেই কুণাল তাঁর সম্পর্কে নানা মন্তব্য করলেও দল সেভাবে পদক্ষেপ করেনি৷ কিন্তু সর্বশেষ এই মন্তব্যের পরেই কুণালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তৃণমূল। এদিকে দল তাঁকে সেন্সর করার পর কুণাল স্বীকার করেন, ‘দলের তরফে এ কথা আমায় জানানো হয়েছে। দল যা সিদ্ধান্ত নিয়েছে তা আমি পালন করব।’ 

অন্যদিকে কুণাল-ঘনিষ্ঠরা দাবি করেছেন, ওসব দলের কথা নয়, ব্যক্তিগত মন্তব্য হিসাবেই ওই কথাগুলো বলা হয়েছিল। এই কথার প্রেক্ষিতে তৃণমূলের একংশের বক্তব্য, ‘ব্যক্তিগত রাগ মেটাতে গিয়ে কুণাল তৃণমূলকেই অস্বস্তিতে ফেলছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দল ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছে। তার পরেও দলের তরফে এভাবে অসম্মানজনক কথা বলা অন্যায় হয়েছে৷’

এদিকে শনিবার দলের তরফে সাংবাদিক সম্মেলনে কুণাল পার্থ-সম্পর্কিত বিষয়ে মন্তব্য করে বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একটি শব্দও বলব না আমি। দলের মুখপাত্র বা সদস্য হিসেবে নয়, একদম ব্যক্তিগত ভাবে আমি মন্তব্য করেছিলাম।’ কুণালের এই বক্তব্য প্রসঙ্গে তৃণমূলের এক শীর্ষনেতা বলেছেন, ‘দলের মুখপাত্র হিসেবে কথা বলার সময় যে ব্যক্তিগত মতামত দেওয়া যায় না, সেই বোধের অভাব স্পষ্ট হয়েছে৷’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮২৯ ৩০
৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গ্যাংস্টার-রাজনীতিক মুখতার আনসারির
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ভ্যাপসা গরম থেকে স্বস্তি, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু’লক্ষের বেশি ভোটে হারাব, একি বললেন বিজেপি নেতা?
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
বিজেপির প্রার্থী রেখা স্বাস্থ্য সাথীর সুবিধা নিচ্ছেন, তথ্য প্রকাশ তৃণমূলের
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
তৃণমূল-বিজেপি প্রার্থী একযোগে বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ জানাল কমিশনে
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
প্রতারণা চক্রের ফাঁস, পাণ্ডা সহ মোট ৯ জনকে গ্রেফতার
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
শিবসেনার শিণ্ডে শিবিরে যোগ গোবিন্দার
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
মঙ্গলের চারপাশে ২৫,০০০ চক্কর দিল মার্স এক্সপ্রেস
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
কোতুলপুরে প্রচারে সৌমিত্র, কর্মীদের সঙ্গে খেলেন চপমুড়ি
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরে
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
কেজরিওয়ালের ইডি হেফাজত চারদিন বাড়াল আদালত
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
কৃষ্ণনগরের রানিমাকে মোদিজি আসলে কী বলতে চাইলেন?  
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
আগামী ২ দিনে ৪০ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা, কী বলছে মৌসম ভবন
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team