কলকাতা: কাশ্মীর (Kashmir) আমাদের সকলেরই ড্রিম ডেস্টিনেশন (Dream Destination)। সাদা বরফে ঢাকা স্বর্গের পাহাড়ের নৈসর্গিক দৃশ্য। সাধারণ পর্যটকদের কাছে গরমের দিনে অন্যতম আশ্রয় কাশ্মীরের (Kashmir) হিমশীতল পরিবেশ। কিন্তু জানেন কী কাশ্মীরের চেয়েও কম শহর কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। তীব্র গরমে নাজেহাল কাশ্মীরের সাধারণ মানুষ। কলকাতার চেয়ে বেশি কাশ্মীরের তাপমাত্রা। ১৩৩ বছরে মে মাসে এটা ছিল শ্রীনগরের তৃতীয় উষ্ণতম দিন। তাপমাত্রাও ৩০-এর উপরেই ঘোরাফেরা করছে।
বেশ কিছুদিন ধরেই লাগাম ছাড়া তাপমাত্রায় (Temperature) জেরবার হচ্ছেন কাশ্মীরের মানুষজন। শুক্রবার শ্রীনগরের তাপমাত্রা (Srinagar Temperature) ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৮ ডিগ্রি বেশি। যা শ্রীনগরের তৃতীয় উষ্ণতম দিন। ভূস্বর্গের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে দিয়েছে। হঠাৎ করে তাপমাত্রা বাড়তে থাকায় সেটা নিয়ে রীতিমতো চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন গবেষকরা।
আরও পড়ুন: পহেলগাম আবহে স্বস্তি হারাচ্ছে ভূস্বর্গ!
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। তাই কাশ্মীরের তাপমাত্রা যে কলকাতাকে টেক্কা দিয়েছে তা বেশ স্পষ্ট। কাশ্মীরের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ভূ-স্বর্গেও খুব শীঘ্রই বৃষ্টি নামতে পারে বলে খবর মিলেছে। যার জেরে সেখানের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার আশঙ্কা রয়েছে।
যদিও আগামী সোমবার পর্যন্ত গরমের জ্বালায় ভুগতে হবে কাশ্মীরের মানুষকে। গরম চরমে থাকবে রবি ও সোমবার। পাশাপাশি জারি থাকবে শুষ্ক আবহাওয়া। মে মাসের শেষ থেকে বৃষ্টিতে ভিজবে কাশ্মীরের একাধিক এলাকা। যার ফলে দহন জ্বালা থেকে রেহাই পাবেন সেখানকার বাসিন্দারা।
দেখুন অন্য খবর