কলকাতা: রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। অ্যাপোলো, খিদিরপুর, মুক্তারাম বাবু স্ট্রিট সহ শহরের বেশকিছু জায়গায় এখনও জল জমে রয়েছে। । শহরের নিজস্ব নিকাশি ব্যবস্থা অর্থাৎ সবকটি পাম্প ও লকগেট ব্যবহার করে সকাল ১১টার পর বিক্ষিপ্তভাবে দু’একটি জায়গা ছাড়া আর সব জায়গার জল নামিয়ে দেওয়া হয়েছে। জলযন্ত্রণা চাক্ষুষ করতে বেরিয়ে এই দাবি করলেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য (নিকাশি) তারক সিং।
শুক্রবার দুপুরে তিনি ঘুরে দেখলেন সমস্ত লকগেট খোলা আছে কি না, লকগেটগুলি ঠিকঠাক কাজ করছে কি না। এছাড়াও শহরের সমস্ত পাম্পিং স্টেশনের খোঁজও নেন তিনি। তাঁর দাবি, ভিক্টোরিয়া, রবীন্দ্রসদন ও ময়দান এলাকায় চিরাচরিত জল জমার ছবি দেখা যায়নি। রবীন্দ্র সদন, এজেসি বোস রোড, মিন্টো পার্কে জলের সমস্যা মিটেছে। আগামী দিনে কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থা আরও উন্নত করা হবে। সমস্ত সিস্টেম এক ছাতার তলায় নিয়ে আসা হবে।
তারকবাবু জানান, কলকাতার ৭৬টি পাম্পিং স্টেশন। যার মধ্যে ৪০৮টি ফিক্স পাম্প এবং ৩৫০টি ওপেন পাম্প। শহরের বেশকিছু জায়গায় লকগেট বন্ধ করা ছিল। বিএসএনএল আলিপুরে কম্পাউন্ডে একটি লকগেট বন্ধ করা ছিল। সেটিকে গত একমাস আগে খোলা হয়েছে। বালিগঞ্জ, ঢাকুরিয়ার মতো কিছু এলাকায় জল জমা শুরু হলেও এজন্য সার্বিকভাবে শহরের নিকাশি ব্যবস্থা দায়ি নয়। স্থানীয় নিকাশি ব্যবস্থার ক্রুটি দায়ী। তাও আমি ক্ষমাপ্রার্থনা করছি। যে দিন শহরে আর কোথাও জল দাঁড়াবে না, সে দিন নিজেকে সফল বলব।