কলকাতা: ভাড়া না বাড়িয়ে বাস নামাতে নারাজ বেসরকারি বাসের মালিকরা। সরকারি বাস রাস্তায় নামানো হলেও, তা পর্যাপ্ত নয়৷ এরফলে গন্তব্যে পৌঁছতে আম জনতাকে নাকাল হতে হচ্ছে। তাই, সমাধান সূত্র বার করতে আজ সোমবার বাস মালিকদের বৈঠকে বসছে পরিবহণ দফতর। সেই বৈঠকে বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সুবার্বন বাস সার্ভিসেস, মিনিবাস আপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি, ওয়েস্ট বেঙ্গল অন্ড মিনিট বাস ওনার্স এসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট-সব বেশকিছু বাস মালিকদের সংগঠন থাকবে বলে জানা গিয়েছে।