কলকাতা: এবার মোটরবাইক থেকে শুরু করে যে কোনও গাড়িতে তীব্র আলো লাগানো যাবে না বলে কড়া নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। হেডলাইট, ব্যাকলাইট এবং ইন্ডিকেটর লাইট ছাড়া আর কোনও আলো গাড়িতে লাগানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। ক্রমাগত পথদুর্ঘটনা আটকাতে এই ব্যবস্থা বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। পুলিশ কমিশনারের নিষেধাজ্ঞা অনুযায়ী, এই বিষয়ে শহরের সমস্ত ট্রাফিক গার্ডের ওসিদের কাছে সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) অরিজিৎ সিংহ।
নগরপাল এবং ডিসি ট্রাফিকের নির্দেশ আসার সঙ্গে সঙ্গে শহরের রাস্তায় নেমে অভিযান শুরু করে দিয়েছেন সার্জেন্টরা। ডিসি(ট্রাফিক) অরিজিৎ সিংহ জানান, “ইতিমধ্যেই আমরা অভিযান চালিয়ে সাফল্য পেয়েছি। এখনও পর্যন্ত অভিযান চালিয়ে জোরালো বাড়তি আলো লাগানোর অভিযোগে ৩০০ জনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছি। করা হয়েছে জরিমানাও। শহরের বিভিন্ন জায়গায় আমাদের এই অভিযান চলবে।”
আরও পড়ুন: আদালতের নির্দেশে উপাচার্যের বাসভবনে কনস্টেবল, গেটের তালা ভাঙল পুলিশ
সম্প্রতি, ই এম বাইপাস-সহ শহরের বেশ কিছু রাস্তায় রাতের বেলা ক্রমশই বাড়ছিল পথ দুর্ঘটনার সংখ্যা। পরিসংখ্যানে পুলিশ খতিয়ে দেখেছে, বিভিন্ন গাড়ির সামনে লাগানো জোরালো চোখ ধাঁধানো বাড়তি আলোর ফলে এই দুর্ঘটনাগুলি ঘটেছিল। বিশেষ করে অনেকেই নিজের মোটরবাইক কিংবা প্রাইভেট গাড়িতে তীব্র আলোর এলইডি লাগিয়ে থাকে। রাতে রাস্তা পেরোনো পথচারীর চোখে লাগে সেই জোরালো আলো। তাতে সাধারণ পথচারী চোখ ধাঁধিয়ে যায়। এর ফলে দুর্ঘটনা বাড়তে থাকে। এই দুর্ঘটনা আটকাতেই এবার এলইডি আলোর বিষয়ে কড়া ব্যবস্থা নিচ্ছেন লালবাজারের ট্রাফিক বিভাগের কর্তারা।
আরও পড়ুন: নগরপালের নেতৃত্বে নয়া সাজে লালবাজার সেন্ট্রাল ডিডি মালখানা
ট্রাফিকের এক পদস্থ কর্তা জানিয়েছেন, তীব্র আলো লাগালে গাড়ির বিরুদ্ধে রাজ্য মোটর ভেহিকেলস আইন অনুযায়ী ২৯৯(১) ধরায় জরিমানা হতে পারে। এছাড়াও মোটর ভেহিকেলস আইন অনুযায়ী জরিমানা হতে পারে ৩৯/১৯৮ ধরায়। তাতে ন্যূনতম জরিমানা হবে ১০০ টাকা। সর্বোচ্চ জরিমানা হতে পারে ৫০০০ টাকা