কলকাতা: ফের পথ দুর্ঘটনা (Road Accident)! রবিবাসরীয় সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা কলকাতার ঠাকুরপুকুরে (Thakurpukur)।
রবিবার মানেই ছুটির দিন। আর ছুটির দিনে যেই চেনা ছবি সামনে আসে, তেমনটাই ছিল। সকাল হতেই হতেই বাজারে স্বাভাবিকের তুলনায় বেশি ভিড়ের দেখা মেলে। আর তখনই খালের পাড়ের রাস্তা দিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়ে দুরন্ত গতির একটি গাড়ি। বাজারে ঢুকে পরে সেই গাড়ি একের পর এক মানুষকে ধাক্কা মারতে থাকে। ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পরে আতঙ্ক। সকলেই বাজারের মধ্যে ছুটতে আরম্ভ করেন, প্রাণ বাঁচানোর দায়ে।
আরও পড়ুন: কর্তৃপক্ষের নির্দেশিকা উপেক্ষা করে রামনবমী উপলক্ষে সাজো সাজো রব যাদবপুরে
স্থানীয়দের দাবি, বেপরোয়া গতিতে গাড়িটি ঢুকে পড়ে বাজারের মধ্যে। বাজার এলাকায় গাড়ি চলাচল নিষেধ, তারপরেও কীভাবে গাড়িটি বাজারের মধ্যে প্রবেশ করল তা নিয়ে দেখা দিচ্ছে প্রশ্ন। গাড়িতে দুজন মহিলা ছিল বলে জানা যাচ্ছে। বাজারের ভিতর পর পর ৮ থেকে ১০ জনকে ধাক্কা মারে গাড়িটি বলে জানা যাচ্ছে। ঘটনার জেরে সকাল সকাল এলাকাজুড়ে ছড়ায় ব্যাপক উত্তেজনা।
ইতিমধ্যেই ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা পরিদর্শনে সেখানে উপস্থিত পুলিশ।
দেখুন অন্য খবর