কলকাতা: রোজই বাড়ছে করোনার গ্রাফ। তবুও হুঁশ ফিরছে না অনেকের। মানছেন না করোনা বিধি। পরছেন না মাস্ক। সেই কারণেই শহরজুড়ে পথে পথে কঠোরভাবে করোনা-বিধি পালনে জোর দিচ্ছে পুলিস-প্রশাসন । সোমবার এই ছবি দেখা গেল পোস্তা এলাকায়। এদিন করোনা-বিধি না মানার জন্য ২৫ জনকে আটকও করে পুলিস।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই শহর কলকাতায় করোনা ঠেকাতে যথেষ্ট তৎপর ও কঠোর হয়ে উঠেছে পুলিস। সোমবার মধ্য কলকাতার পোস্তা থানার উদ্যোগে করোনা ভাইরাস রুখতে ওই এলাকায় সচেতনতা কর্মসূচি রাখে কলকাতা পুলিস। বেশ কয়েকজন পুলিসকর্মী মাইকিং করেন।
মাইকিং ছাড়াও ওই এলাকায় যারা মাস্ক ছাড়া যাতায়াত করছিলেন তাঁদের ধরে ফাইন করা হয়। সূত্রের খবর মোট ২৫ জনকে আটক করে পুলিস। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাস্কও বিতরণ করা হয়।
মাস্ক অভিযানে পোস্তা থানার পুলিস
সোমবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, কিছুটা কমেছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ (CORONA)৷ তবে, বিশেষ কমেনি৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৯ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত (Omicron) হয়েছেন৷ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৬ জন৷ উল্লেখযোগ্য হারে পজিটিভি রেট বেড়ে ৩৭.৩২ শতাংশ হয়েছে৷
যদিও বিশেষজ্ঞদের মতে, রবিরার ছুটির দিন থাকায় করোনা পরীক্ষার হার সাধারণত কম হয়৷ এ কারণে আক্রান্তের সংখ্যাও তুলনামূলক অন্যান্য দিনের থেকে কম হয়৷ তাই, রবিরার থেকে সোমবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এখনই স্বস্তি দিচ্ছে না।
আরও পড়ুন- WB Corona: রাজ্যে করোনা সংক্রমণের হার ৩৭ শতাংশ পেরল, উদ্বেগে স্বাস্থ্য মহল
বৃহস্পতিবার নবান্নে রাজ্যবাসীকে সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ মানুষকে সচেতন হতে হবে৷’ এছাড়াও তিনি জানিয়েছিলেন, ‘লোকে নিয়ম মানছে না৷’ তাই পুলিসকে কড়া হতে হবে৷
এরপর গত শুক্রবারই ডি সি সেন্ট্রাল রূপেশ কুমারকে দেখা গিয়েছিল এভাবেই ধর্মতলা চত্বরে সাধারণ মানুষকে সচেতন করতে। সোমবার আবারও তাঁকে দেখা গেল কলকাতার জোড়াসাঁকো থানার উদ্যোগে মাস্ক অভিযান করতে। একইসঙ্গে এদিন এই ভূমিকায় দেখা গেল বড়বাজার থানার পুলিসকেও।