কলকাতা: আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসল লালবাজার। সূত্রের খবর, মোট ছটি ডিভিশনকে টাকা অ্যালোট করা হয়েছে। ওই ডিভিশনগুলির মধ্যে যতগুলি থানা রয়েছে, সেখানকার সমস্ত দিকে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।
জানা গিয়েছে, থানার লোক আপ, ডিউটি অফিসারের রুম, এন্ট্রি এক্সিটে আগে থেকে সিসিটিভি রয়েছে। বাকি সমস্ত জায়গায় খতিয়ে দেখে সিসিটিভি ইনস্টলের নির্দেশ দিয়েছে লালবাজার। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে আগে থেকেই কলকাতা পুলিশের নটি ডিভিশনের মধ্যে তিনটি ডিভিশনে থানা গুলিতে আগেই সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছিল। এখন বাকি ছটি ডিভিশনকে ফান্ড দিয়ে সমস্ত থানা গুলিতে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।