কলকাতা: মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নাম করে প্রতারণা। চিনার পার্কের কল সেন্টার থেকে পুলিশের জালে দুই মহিলা সহ ৫। অভিযুক্তদের গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। শুক্রবার চিনারপার্কে একটি কলসেন্টারে হানা দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা রাজু দত্ত, রাজকুমার জয়সওয়াল, সুরজিত্ সেন, বর্ষা পোদ্দার ও সুতপা পাল। ধৃতদের কাছ থেকে ৩২টি মোবাইল ফোন, ১০টি নথি ভর্তি ডায়েরি ও ৯টি রেজিষ্টার উদ্ধার করেছে পুলিশ। চক্রটি বিভিন্ন বিভিন্ন ব্যক্তির কাছে টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিত বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য ফর্মে পৃথক কলম রাখতে হবে, কলকাতা পুলিশকে নির্দেশ হাইকোর্টের
জানা গিয়েছে, গত মে মাসে নিউটাউনের বাসিন্দা অনুপম মন্ডলের কাছে একটি ফোন আসে। সেখানে তাঁকে একটি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। জানতে চাওয়া হয তাঁর কাছে লাইসেন্স রয়েছে কিনা। অনুপম বাবু না বলাতে তাঁকে লাইসেন্স করে দেওয়ার জন্য় ৯০ হাজার টাকা দাবি করে অভিযুক্তেরা। তাঁদের চাহিদা মতো ৯০ হাজার টাকা দেন অনুপম বাবু। তবে তার পরও অভিযুক্তরা আরও টাকা দাবি করতে থাকে।
আরও পড়ুন: কলকাতা টিভি-কে খবর সংগ্রহে বাধা, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর দিকে
প্রতারিত হচ্ছেন বুঝতে পেরে লেক টাউন থানার দ্বারস্থ হন তিনি। এই চক্রের পেছনে আরও কারা কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।