কলকাতা : এতো দিন ছিল করোনা। এখন তার সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। সম্প্রতি শহর কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় এক যুবক। এই ঘটনার জেরে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। শহর কলকাতায় করোনা সংক্রমণ প্রতিরোধের সঙ্গে এবার ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধেও একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কলকাতা পুরসভা।
বৃহস্পতিবার কলকাতা পুরসভার এক উচ্চ পর্যায়ের বৈঠকের শেষে এমনটাই জানালেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে যুবক মারা গেছেন, তিনি বরানগর পৌরসভার অধীনে থাকতেন। সেখান থেকে কলকাতায় জ্বর নিয়ে এসেছিলেন তিনি।
আরও পড়ুন : ভ্যাকসিনের সীমা বাড়িয়ে এক লাখ প্রাপককে এসএমএস-কল করবে পুরসভা
কলকাতা পুরসভার ৪, ৫, ৬, ৭, ৮ নম্বর ওয়ার্ডগুলিতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উপসর্গহীন ম্যালেরিয়া রোগের সংখ্যাধিক্য চিন্তার ভাঁজ ফেলছে কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের। বিষয়টি নিয়ে এরই মধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা। প্রয়োজনীয় ব্যবস্থা হিসাবে এই সব ওয়ার্ডগুলোতে প্রতিনিয়ত হেলথ সার্ভিলেন্স শুরু করেছে কলকাতা পুরসভা। এতদিন যে সব স্বাস্থ্যকর্মীরা করোনা সংক্রমনের বিষয়ে বিভিন্ন ওয়ার্ডের খোঁজখবর রাখতেন, তাদেরকে এবার থেকে করোনা রোগীর সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদেরও সার্ভিলেন্স করার কাজে যুক্ত করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধের সঙ্গে এবার মশাবাহিত রোগ প্রতিরোধেও আরও সক্রিয় হতে চলেছে কলকাতা পুরসভা।