কলকাতা: বাড়ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডের খরচ৷ বর্তমানে মেট্রোর স্মার্ট কার্ড করাতে যাত্রীদের লাগে ১০০ টাকা৷ এর মধ্যে ৬০ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে নেওয়া হয়৷ এবার থেকে স্মার্ট কার্ডের জন্য লাগবে ১২০ টাকা৷ সেই সঙ্গে সিকিউরিটি ডিপোজিটও ৬০ টাকা থেকে বেড়ে হবে ৮০ টাকা৷ আগামী রবিবার থেকে চালু হবে নয়া নিয়ম৷
আরও পড়ুন: বিজেপির অবস্থা ফুটপাতের অচল সিকির মত, দল ছাড়ার লোক থাকবে না: মদন মিত্র
করোনার সংক্রমণ থেকে বাঁচতে মেট্রোয় টোকেন ব্যবহার এখন বন্ধ৷ পরিবর্তে যাত্রীদের জন্য স্মার্ট কার্ড চালু করেছেন মেট্রো কর্তৃপক্ষ৷ স্মার্ট কার্ড ছাড়া মেট্রোয় প্রবেশ নিষিদ্ধ৷ এতদিন যাত্রীরা ১০০ টাকা দিয়ে স্মার্ট কার্ড করাতে পারতেন৷ কিন্তু আগামী ১৪ নভেম্বর থেকে স্মার্ট কার্ডের জন্য আরও ২০ টাকা অতিরিক্ত গুণতে হবে যাত্রীদের৷ বাড়ছে সিকিউরিটি ডিপোজিট৷ মেট্রোর কর্তারা জানিয়েছেন, বর্তমানে চালু থাকা স্মার্ট কার্ডে ৬০ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে নেওয়া হয়৷ সেটা বেড়ে দাঁড়াবে ৮০ টাকা৷ কার্ড ফেরত দেওয়ার সময় ওই ৮০ টাকা ফেরত পাবেন যাত্রীরা৷