আরও পড়ুন: মেট্রোযাত্রীদের জন্য বড় আপডেট। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো (Saraswati Puja) উপলক্ষে আগামী শুক্রবার কলকাতার একাধিক রুটে মেট্রো চলবে কম সংখ্যায়। ২৩ জানুয়ারি ব্লু লাইন (Blue Line Metro Timetable) ও ইয়েলো লাইনে (Yellow Line Metro Timetable) কম ট্রেন চলবে বলা জানানো হয়েছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।
কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি ব্লু লাইনে ২৭২টির বদলে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন মিলিয়ে মোট ২৩৬টি মেট্রো চলবে। ইয়েলো লাইনে ১২০টির পরিবর্তে ৯২টি ট্রেন চলবে। তবে এদিন নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত ২টি আপ মেট্রো চলবে। এখন একনজরে দেখে নিন শুক্রবার মেট্রোর সময়সূচি।
আরও পড়ুন: রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
দেখুন আরও খবর: