কলকাতা: সোমবার। নতুন বছরের প্রথম কর্মব্যস্ত দিন। আর এদিনেই মেট্রো পরিষেবায় বিভ্রাট। যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় ২ ঘণ্টা ধরে আংশিক ভাবে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। ফলে নাকাল যাত্রীরা।
সূত্রের খবর, সোমবার দুপুর ১টা নাগাদ গিরিশ পার্ক স্টেশনে পৌঁছনো কবি সুভাষগামী একটি মেট্রোর রেকে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এরপর তড়িঘড়ি মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয় সমস্ত যাত্রীকে। তারপর থেকেই পার্ক স্ট্রিট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনের মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
মেট্রো সূত্রে খবর, শোভাবাজার ষ্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহের সমস্যার ফলে এই বিভ্রাট। পরে আংশিক ভাবে মেট্রো পরিষেবা শুরু করা হয়। বর্তমানে বরাহনগরের আপ লাইনে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চালানো হচ্ছে মেট্রো। একই ভাবে কবি সুভাষগামী ডাউন লাইনে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করছে মেট্রো।
আরও পড়ুন- Covid 19: কলকাতার পুর কমিশনার এবং ফিরহাদের ওএসডি করোনা আক্রান্ত
সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রোর এই বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, বেলা ৩:৩০ পর্যন্ত জানাতে পারেনি মেট্রো। বহু যাত্রী গন্তব্যস্থলে পৌঁছতে না পেরে বাড়ি ফিরে যান। মেট্রো বিভ্রাটের চাপ পড়ে বাসের উপরে। বাসগুলিতে বাদুড়ঝোলা ভিড় দেখা গিয়েছে।