কলকাতা, ১২ এপ্রিল : বি আর অম্বেদকরের জন্মদিন এবং বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এবং ১৫ এপ্রিল-এই দুই দিন সরকারি ছুটি । সেই কারণে ওই দুই দিন মেট্রো পরিষেবার সময়সীমার সামান্য পরিবর্তন হচ্ছে । ওই দুই দিন দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম ট্রেন চালু হবে সকাল ৬টা ৫০ মিনিটে । পাশাপাশি, দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন কবি সুভাষের দিকে সকাল সাতটার সময় রওনা দেবে ।
প্রথম ট্রেনের পাশাপাশি শেষ ট্রেনের সময়সীমাতেও কিছু পরিবর্তন করা হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে । রাত ৯ টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন কবি সুভাষের দিকে রওনা হবে । তবে, কবি সুভাষ এবং দমদম থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে । তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে ।
করনো পরবর্তী সময় প্রায় স্বাভাবিক হয়েছে কলকাতা মেট্রো রেল চলাচল । একশো শতাংশ যাত্রী নিয়েই চলছে কলকাতা মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে এই দুই দিন ২৩৪ বার ট্রেন চলবে। উভয় দিক থেকে ১১৭ টি করে ট্রেন যাতায়াত করবে ।
আরও পড়ুন : Calcutta High Court: কলকাতা হাইকোর্টে ধুন্ধুমার, আইনজীবীদের মধ্যে হাতাহাতি