কলকাতা: যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা চালু মেট্রো রেলের (Kolkata Metro)। এবার মেট্রে স্টেশনে মিলবে স্মার্ট ডিজিটাল লকার (Metro Smart Digital Locker)। সঙ্গে মিলবে আরামদায়ক মাসাজ চেয়ার। শহর কলকাতার লাইফ লাইল মেট্রো। শহরের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে জোড়ে মেট্রো। অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোয় যাতায়াত করেন কয়েক লাখ মানুষ। মেট্রোর সওয়ারি করে শহরের যানজট ভিড় এড়িয়ে সহজে গন্তব্যে পৌঁচ্ছে যাওয়া যায়। এবার নিত্যযাত্রীদের পরিষেবা দিতে মেট্রো স্টেশনে চালু হচ্ছে আরও আধুনিক সুযোগ সুবিধা।
মেট্রোয় যাত্রীদের আরও উন্নত পরিষেবা ও স্বাচ্ছন্দ্য দিতে নতুন পদক্ষেপ করল কলকাতা মেট্রো। শুক্রবার থেকে শহরে মেট্রোর দুই লাইনে চালু হল নতুন পরিষেবা। যার সুবিধা নিতে পারবেন যাত্রীরা। শুক্রবার থেকে হাওড়া অর্থাৎ সবুজ লাইন ও এসপ্ল্যানেডে অর্থাৎ নীল লাইন মেট্রো স্টেশনে চালু করা হল ডিজিটাল লকার, রিলাক্সেশন চেয়ার-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা। ১২ ঘণ্টার জন্য ওটিপির মাধ্যমে নিজের প্রয়োজনীয় জিনিষ রাখতে মিলবে লকার। বর্তমানে হাওড়া স্টেশনে চালু হল এই বিশেষ লকারের পরিষেবা। আগামিদিনে দক্ষিণেশ্বর, রবীন্দ্রসদন ও পার্কস্ট্রিট মেট্রোতে মিলতে চলেছে পরিষেবা। মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে ব্যবহার করা যাবে লকারগুলি।
আরও পড়ুন: পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান ফিরলেন রিষড়ার বাড়িতে
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, অফিস ফেরত যাত্রীদের কিছু সময়ের আরামের জন্য বেসরকারি সংস্থার সহায়তায় রাখা হচ্ছে মাসাজ চেয়ার। নুন্যতম ৫০ টাকায় ৫ মিনিটের জন্য মিলবে এই পরিষেবা ব্লু লাইনের এসপ্লেনেড স্টেশেন।
অন্যদিকে জমি জটে আটকে চিংড়িঘাটা অংশের মোট্রে প্রকল্পের কাজ। কবে কাটবে জমি জট তা নিয়ে সরকারের সঙ্গে একাধিক বৈঠকেও মেলেনি সমাধান। আবার সিআরএসের ছাড়পত্র মিললেও। এসপ্লেনেড-সিযালদহ সংযুক্ত পরিষেবা চালাতে লাগবে কিছুটা সময়। একমাসের পর্যবেক্ষণে রয়েছে বউবাজারের টানেলের অংশ। ওরেঞ্জ ও পারপেল লাইনের পরিষেবাতেও বিশেষ নজর দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য নজ নয়। পরিষেবার দিক থকে কলকতার লাইফলাইনকে আরও উন্নত করতে সচেষ্ট মেট্রোরেলওয়ে।
অন্য খবর দেখুন